নন্দীগ্রামে মমতার ভাড়া বাড়ির অদূরে পুজো দিলেন অমিত শাহ

নন্দীগ্রামে মমতার ভাড়া বাড়ির অদূরে পুজো দিলেন অমিত শাহ

 

নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর সমর্থনে প্রচারের ঝড় তুলে রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সঙ্গে ছিলেন নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে সকাল থেকে প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ 

আরও পড়ুন- হাইভোল্টেজ নন্দীগ্রামে প্রচারের পারদ তুঙ্গে, মরিয়া শক্তি প্রদর্শনে পথে মমতা-শাহ

রেয়াপাড়া শিব মন্দিরকে কেন্দ্র করেই যেন আবর্তিত হচ্ছে নন্দীগ্রামের রাজনীতি৷ এদিন রেয়াপাড়া শিব মন্দিরের কাছেই শেষ হয় অমিত শাহের রোড শো৷ রোড শো’র পরেই এখানকার বহু প্রাচীন শিব মন্দিরে পুজো দেন অমিত শাহ৷ মন্দিরের ভিতের বেশ কিছুক্ষণ ছিলেন তিনি৷ নন্দীগ্রামের মানুষ এই শিব মন্দিরে শুধু পুজো করেন না, তাঁদের কাছে এই মন্দিরের মাহাত্য অসীম৷ এদিন মন্দিরে পুজো দেওয়ার পরই গাড়িতে উঠে  তিনি রওনা দেন ডেবরার উদ্দেশে৷ সেখানে আরও একটি রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তার পর পশ্চিম পাঁশকুড়ায় রোড শো করবেন তিনি৷ 

প্রসঙ্গত, এই রেয়াপাড়াতেই বাড়ি ভাড়া নিয়েছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনোনয়ন জমা দেওয়ার আগে এই মন্দিরে পুজোও দিয়েছিলেন তিনি৷ এমনকী বসন্ত উৎসবের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরে পুজো দিয়েছিলেন৷ মন্দিরের পাশেই দোল উৎসবের আয়োজন করা হয়েছিল৷ যেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী৷ আজ রেয়াপাড়ার সেই মন্দিরেই এলেন অমিত শাহ৷ রেয়াপাড়ার শিব মন্দিরে এসেই থামে তাঁর রথ৷ অমিত শাহের সঙ্গে পুজো দিতে ঢোকেন শুভেন্দু অধিকারীও৷ 

আরও পড়ুন- ভোট ময়দানে কতখানি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা পিকে’র I-PAC?

হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে আজ বিকেল পাঁচটার মধ্যে প্রচার শেষ হয়ে যাবে৷ কারণ ১ এপ্রিল এখানে দ্বিতীয় দফার ভোট৷ এক দিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে চলছে শুভেন্দু অধিকারীর প্রচার৷ শুভেন্দুর সমর্থনেই আজ রোড শো করলেন অমিত শাহ৷ আপাতত ডেবরার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি৷ তিনটি রোড শো’র পর ডায়মন্ড হারবারে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =