আমি না থাকলে গোঘাট, জয়রামবাটি-কামারপুকুর বাঁচত না: মমতা

আমি না থাকলে গোঘাট, জয়রামবাটি-কামারপুকুর বাঁচত না: মমতা

গোঘাট: দ্বিতীয় দফার গরমাগরম ভোটের আগে আজ একাধিক জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একের পর এক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ করেছেন একই সঙ্গে, দল বদল করা নেতাদের একহাত নিয়েছেন। এর পাশাপাশি বিগত ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার কতটা উন্নয়ন করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। আজ গোঘাটের জনসভা থেকেও একই কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, তিনি না থাকলে জয়রামবাটি এবং কামারপুকুর বাঁচত না, বাঁচত না গোঘাট।

এদিন মমতা বলেন, গোঘাট পর্যন্ত আগে রেলের যোগাযোগ ছিল না কিন্তু তিনি নতুন রেল দিয়েছেন। বিজেপি কিচ্ছু করেনি। এদিকে জয়রামবাটি থেকে শুরু করে কামারপুকুর, গোঘাট, খানাকুল সব জায়গার পরিস্থিতি আগের থেকে সম্পূর্ণ বদলে গিয়েছে। উন্নয়ন আর উন্নয়ন হয়েছে। মমতা দাবি করেন, এখানে আগে সুড়ঙ্গ তৈরি হয়েছিল, ডেড বডি পাচার হত, সিপিএমের হার্মাদ অত্যাচার করত, গোঘাটের মানুষ কথা বলতে পারত না। কিন্তু এখন সেই সমস্ত পরিস্থিতি বদলে গিয়েছে, সেই বদল ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। এই প্রেক্ষিতে তিনি আরো জানিয়েছেন, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তে রাস্তা হবে, এর জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর পাশাপাশি আগামী কয়েক বছরের সব বাড়িতে পানীয় জল যাবে এবং খাল সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে মমতা দাবি করেন, বিগত কয়েক বছরের মধ্যে ইলেকট্রিক শ্মশান, নতুন রাস্তা এবং আলো সবকিছু হয়েছে। 

আরও পড়ুন-  ‘শালা, দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছি’, মঞ্চে মেজাজ হারালেন মমতা!

একই সঙ্গে প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে মমতা দাবি করেন, নন্দীগ্রামে ১০০ জনে ১০০ জনই তাঁকে ভোট দেবে, গোঘাটেও তাই। সেই জন্য বিজেপি ভয় দেখাচ্ছে সবাইকে। এই মন্তব্য করেই মমতা সকলকে অনুরোধ করেন, দলের কেউ যদি ভুল করে থাকে তাহলে তিনি তাঁর হয়ে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু ভুল করেও গুন্ডা এবং বহিরাগত বিজেপিকে বাংলায় ঢুকতে দেবেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =