বৈশালীর সমর্থনে রোড শো নাড্ডার, জনজোয়ারে বোঝালেন বালির ‘পালস’

বৈশালীর সমর্থনে রোড শো নাড্ডার, জনজোয়ারে বোঝালেন বালির ‘পালস’

বেলুড়:  দ্বিতীয় দফা ভোটের আগে টানটান উত্তেজনা নন্দীগ্রামে৷ রাত পোহালেই হেভিওয়েট কেন্দ্রে শুরু হয়ে যাবে গণতন্ত্রের লড়াই৷ এদিকে, দ্বিতীয় দফা ভোট শুরুর আগে রাজ্যে ফের প্রচারে জেপি নাড্ডা৷ মঙ্গলবার বেলুড়ের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার সমর্থনে রোড শো করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ বৈশালীকে পাশে নিয়েই হুড খোলা গাড়িতে চলল তাঁর প্রচার৷ 

আরও পড়ুন- স্ত্রীকে নিয়ে প্রচারে রাজ, ‘দিদির দলে আসব’ বলে জল্পনা বাড়ালেন শুভশ্রী

এদিন প্রথমে বেলুড় মঠে যান নাড্ডা৷ সেখান মহারাজের সঙ্গে থেকে দেখা করার পর শুরু হয় তাঁর রোড শো৷ ভোটের হাওয়া তপ্ত হতেই বাংলা দখলে ঝাঁপিয়েছেন জেপি নাড্ডা৷ গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে জনসভা, রোড শো করেছেন৷ কিন্তু বালিতে এই প্রথম৷ বালির ‘পালস’ কেমন বুঝছেন তিনি? জবাবে নাড্ডা বলেন, মানুষের ভিড়ই বালির ‘পালস’ বুঝিয়ে দিচ্ছে৷ তিনি বলেন, এখান থেকে আমি শুধু হাত নাড়াচ্ছি৷ আর ওখানে মানুষ উৎসাহে উদ্দীপনায় মেতে উঠছে৷ তাঁরা কেউই বিজেপি’র কর্মী নয়৷ তাঁরা বাংলার মানুষ৷ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত করে ফেলেছে৷ মানুষের আশীর্বাদে এই কেন্দ্রে জয়ী হবে বৈশালী৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে ঘুরছে তৃণমূলের গুণ্ডারা, নালিশ জানিয়ে কমিশনে BJP, পাল্টা দুষলেন মমতা

তাঁর কথায়, তৃণমূল সরকারের তোলাবাজি, তুষ্টিকরণ আর দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় রাজ্যের মানুষ৷ তাই তাঁরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে প্রকৃত পরিবর্তন চাইছে৷ তিনি বিশ্বাসী এবার ভোটে ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি৷ নাড্ডা আত্মবিশ্বাসের সুরে বলেন, আগামীকাল দ্বিতীয় দফার ভোটের রায় একতরফা হবে৷ নন্দীগ্রামে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তৃতীয় দফার পর গোটা বাংলা বিজেপি’র পক্ষে চলে যাবে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =