নন্দীগ্রাম: দ্বিতীয় দফার নির্বাচনের সবচেয়ে বড় কেন্দ্র অবশ্যই নন্দীগ্রাম। কেন এই কেন্দ্র নিয়ে উত্তেজনা সবচেয়ে বেশি তা আলাদা করে বলার দরকার পড়ে না। এই কেন্দ্রে সাতসকালে ভোট দিয়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ১০০ শতাংশ বুথে এজেন্টই দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সার্বিকভাবে নন্দীগ্রামের ভোট নিয়ে খুশি শুভেন্দু অধিকারী। খুশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও।
এদিন শুভেন্দু জানিয়েছেন, নন্দীগ্রামের বিভিন্ন বুথ গুলিতে তিনি ঘুরেছেন এবং সেখানকার পরিস্থিতি দেখে তিনি খুশি হয়েছেন। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী যেভাবে নিজেদের ভূমিকা পালন করছে সেটা দেখেও শুভেন্দু বেশ আশ্বস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ১০০ শতাংশ বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস, কেন দিতে পারেনি সেটা জানতে গেলে ‘বেগমকে’ জিজ্ঞেস করতে হবে বলে জানান শুভেন্দু। একই সঙ্গে দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট শেখ সুফিয়ানদের কেন্দ্রীয় বাহিনীর টাইট দিয়েছে। সেই কারণে তৃণমূল কংগ্রেস আরও ব্যাকফুটে চলে গিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যে বহিরাগত ইস্যু নিয়ে অভিযোগ তুলেছেন সে ব্যাপারে শুভেন্দু অধিকারী তেমন কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেননি।
আরও পড়ুন- ভোটের দিন টাকা বিলি! সায়ন্তিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি’র
বৃহস্পতিবার সাতসকালে ভোটদান সারেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কপালে গেরুয়া টিকা, গলায় গেরুয়া উত্তরীয়। ভোট দিয়ে বেরিয়ে একগুচ্ছ সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, ‘‘গুন্ডামি করবেন না। আপনি এখন ৬৬ বছরের আন্টি৷ একটু শান্ত থাকুন, একটু সংযত থাকুন৷ তোষণের রাজনীতির পরাজয় হবে, উন্নয়ন জিতবে৷’’