ডেবরায় একাধিক বুথে বাধা হুমায়ুন কবীরকে, অভিযোগ কমিশনে

ডেবরায় একাধিক বুথে বাধা হুমায়ুন কবীরকে, অভিযোগ কমিশনে

b8b11452e5fb5d0d5bf615c2085b6748

ডেবরা: দ্বিতীয় দফার ভোটে অন্যতম হাইপ্রোফাইল কেন্দ্র ডেবরায় মুখোমুখি প্রাক্তন দুই আইপিএস অফিসার৷ এদিন সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ এখানে তৃণমূল এজেন্ট দিতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷ তবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই ছিলেন৷ কিন্তু বেলা বাড়তেই বাড়ল অশান্তি৷ বুথে ঢুকতে বাধা দেওয়া হল হুমায়ুন কবীরকে৷ 

আরও পড়ুন-  বিক্ষিপ্ত অশান্তির আবহ, সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৮%

এদিন বুথে ঢুকতে গেলে হুমায়ুন কবীরকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী৷ তাদের সঙ্গে বচসাও হয় তৃণমূল প্রার্থীর৷ হুমায়ুন কবীরের অভিযোগ, ভোট কেন্দ্রে গেলেই তাঁকে আটকানো হচ্ছে৷ তাঁকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হবে না? এই প্রশ্ন তোলেন তিনি৷ শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা৷ এমনকী বুথে ঢোকার পর কেন্দ্রীয় বাহিনী জিজ্ঞেস করছে, তিনি কোন দলের প্রার্থী৷ তাঁর অভিযোগ, প্রার্থী হিসাবে তিনি যে কোনও বুথেই ঢুকতে পারেন৷ কিন্তু তিনি তা করতে পারছেন না৷ এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হলেও কোনও লাভ হয়নি। 

আরও পড়ুন- বিজেপির মহিলা পোলিং এজেন্টের উপর হামলা, চুরমার গাড়ি

এ বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘‘বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এটা অন্যায়। নির্বাচন কমিশনার বিষয়টা দেখুন৷ এদের কমান্ডান্টকে শাসন করা উচিত৷ কমান্ডিং অফিসার প্রার্থীকে ভিতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছে৷ অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷ এই বিষয়ে অবজার্ভারের কাছেও অভিযোগ জানিয়েছি৷ তাঁরাও কিছু বলছে না৷ আমি ফের বিবেক দুবের কাছে আভিযোগ জানাব৷ প্রথমে সিআরপিএফ এবং পরে বিএসএফ একই ভাবে বাধা দিচ্ছে৷ মোট পাঁচটি জায়গায় আটকানো হয়েছে আমাকে৷’’       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *