ভোটে অনিয়ম, হাতেনাতে ধরলেন তনুশ্রী ভোট কর্মীদের সঙ্গে তুমুল বচসা

ভোটে অনিয়ম, হাতেনাতে ধরলেন তনুশ্রী ভোট কর্মীদের সঙ্গে তুমুল বচসা

শ্যামপুর: হাওড়ার শ্যামপুরে ভোটে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তুলকালান৷ প্রক্সি ভোটের আভিযোগ৷ খবর পেয়েই বুথে পৌঁছন বিজেপি’র তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী৷ সেখানে ভোটকর্মীদের সঙ্গে তুমুল বচসা হয় তাঁর৷ 

আরও পড়ুন- BJP-কে ভোট দিলেই হাজার টাকা! কুপন বিলির অভিযোগ

তনুশ্রী বলেন, কয়েকজন ভোটার চোখে কম দেখতে পান বলে প্রক্সি ভোট দিচ্ছেন৷ কিন্তু প্রক্সি ভোট দেওয়ার জন্য তাঁদের কাছে কোনও চিঠি নেই৷ এমনই একজন এসে চোখে কম দেখতে পান বলে দাবি করেন৷ এবং কোনও চিঠি ছাড়াই প্রক্সি ভোটার নিয়ে তিনি ভোট দিয়ে দেন৷ এই নিয়ে তিনবার এমনটা হল৷ এই বিষয়ে বলতে গেলেই বচসা হয়৷ রীতিমতো দুর্ব্যবহার করা হয় তনুশ্রীর সঙ্গে৷ এ প্রসঙ্গে তনুশ্রী বলেন, কংগ্রেসের এজেন্ট আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে৷ বুথে সময় নষ্ট করতে চাই না বলে আমি ওখান থেকে বেরিয়ে এলাম৷ যাতে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়৷ কিন্তু যেটা হল সেটা সেটা অত্যন্ত দুঃখজনক৷ এই বিষয়ে অবশ্যই নির্বাচন কমিশনকে জানাবেন বলেও উল্লেখ করেন তনুশ্রী৷

এই ঘটনা প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার বলেন, ভোটার এসে বললেন আমি চোখে দেখতে পাইনা৷ সে কারণেই আমি অনুমতি দিয়েছি৷ তা না হলে আমাকে এখানে ডাক্তার রাখতে হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 5 =