রায়দিঘি: তৃতীয় দফার ভোট ঘিরে উত্তেজনার পরিবেশ দক্ষিণবঙ্গের তিন জেলায়। মঙ্গলবার সকাল থেকেই সন্ত্রাসের খবর উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে এবার ভোটারদের টাকার কুপন বিলি করার অভিযোগ উঠল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি কর্মীরা।
দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের লালপুর অঞ্চলে ভোটারদের টাকার কুপন বিলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল ও সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বিজেপি প্রার্থীর নেতৃত্বে লালপুর অঞ্চলের ভোটারদের ১০০০ টাকার কুপন দেওয়া হচ্ছে। ভোট দেওয়া হয়ে গেলে সেই কুপন দেখালেই তাদের ১০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে গেরুয়া শিবির। সিপিআইএমের স্থানীয় ডাকাবুকো নেতা তথা রায়দিঘির বাম প্রার্থী কান্তি গাঙ্গুলি অভিযোগ জানাতে লালপুরের ওই বুথে উপস্থিত হলেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। মুখোমুখি হয় বিজেপি, তৃণমূল ও সিপিআইএমের কর্মীরা। টাকার কুপন বিলির নিয়ে বচসায় জড়ায় তিন দলের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলেই অভিযোগ অস্বীকার করে বিজেপি।