কারও কাছে মাথা নত করবেন না, রাজ্য পুলিশের কাছে আর্জি মমতার

কারও কাছে মাথা নত করবেন না, রাজ্য পুলিশের কাছে আর্জি মমতার

বলাগড়: গতকাল প্রকাশ্য জনসভা থেকে পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি৷  বলেছিলেন, পুলিশ এখন বিজেপি’র পুলিশ হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখার দাওয়াই৷ আজ বলাগড়ের সভা থেকে ফের একহাত নিলেন তৃণমূল নেত্রী৷ 

আরও পড়ুন- দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীর ভূয়সী প্রশংসা মমতার, জানালেন প্রার্থী করার কারণ

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সব কাজ হচ্ছে৷ তাঁর নির্দেশ মেনেই গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, ভোটের প্রচার শেষ হওয়ার পর গ্রামে গিয়ে মেয়েদের গায়ে হাত দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী৷  ছেলেদের ভয় দেখানো হচ্ছে৷ আর ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর জওনরা ভোটারদের বিজেপি’কে ভোট দেওয়ার কথা প্ররোচিত করছে৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা ঘটলেই এফআইআর করাতে হবে৷ কোনও থানা এফআইআর না নিলে আমাদের জানান৷ আমরা দেখব কেন এফআইআর নিচ্ছে না৷  

আরও পড়ুন- গ্রেফতার ১৬! দিলীপের উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পুলিশ যদি বিজেপি’কে ভোট দেওয়ার জন্য ভয় দেখায়, তাহলে তাদের একটা কথাও শুনবেন না৷ লাইন করে গিয়ে ভোট দেবে৷ ওঁরা রটাচ্ছে গোটা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে৷ সবটাই মিথ্যে৷ ভোটের সময় শুধুমাত্র বুথের ১০০ মিটারের মধ্যেই থাকে ১৪৪ ধারা থাকে৷  দলীয় কর্মীদের তাঁর বার্তা, ভোটের আগে এলাকা পাহারা দিতে হবে৷ ভোটের আগের দিন মদ খাইয়ে, অত্যাচার করে অনকে কিছু করার চেষ্টা চলবে৷ বাংলার পুলিশ ফোর্সকেও নজর রাখতে বলব৷ রাজ্য পুলিশের  কাছে তাঁর আবেদন, আপনারা দয়া করে মাথাটা নত করবেন না৷ কেউ যাতে গন্ডোগোল করতে না পারে সেটা দেখবেন৷ মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখবেন৷ সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে হবে৷ তাঁর অভিযোগ, দিল্লি থেকে কোটি কোটি টাকা এনে কাউকে কাউকে কিনে নেওয়া হচ্ছে৷ অনেকেই রূপ বদল করছেন৷ বহুরূপী হচ্ছেন৷ কিন্তু মানুষ রূপ বদল করে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 15 =