ফোর্বসের কোটিপতির তালিকায় ৭ ভারতীয় বংশোদ্ভূত, শীর্ষে কে জানেন?

ফোর্বসের কোটিপতির তালিকায় ৭ ভারতীয় বংশোদ্ভূত, শীর্ষে কে জানেন?

0a270da077bf296e1d4e42a3e4a1bbdb

 

নিউ ইয়র্ক: আগেই ফোর্বসের তালিকায় প্রকাশিত হয়েছিল বিশ্বের ১০০ কোটি ডলারের বেশি সম্পত্তির অধিকারীদের নাম৷ এবার আমেরিকার ৪০০ জন ধনকুবেরের নাম প্রকাশ করল ফোর্বস৷ সে তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বোজেস৷ সেই সঙ্গে এবার রয়েছে বেশ কিছু চমকও৷ এই তালিকায় যুক্ত হয়েছে সাতজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের নাম৷ 

আরও পড়ুন- সাবধান! হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ, অদ্ভূত মেসেজে ক্র্যাশ করেছে অ্যাপ

 

করোনা আবহেও এই মার্কিন ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে চড়চড়িয়ে৷ গত তিন বছর ধরে একই ভাবে শীর্ষ স্থানটি নিজের দখলে রেখেছেন জেফ বোজেস৷ ৫৬ বছরের অ্যামাজন কর্তায় মোট সম্পত্তির পরিমাণ ১৭ হাজার ৯০০ কোটি ডলার৷ ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ১০০ কোটি ডলার৷ বিশ্বের সবচেয়ে বড় চ্যারিটেবল সংস্থা গেট ফাউন্ডেশন চালান বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস৷ তৃতীয় স্থানে রয়েছে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার কোটি ডলার৷ জুকারবার্গের পরেই রয়েছেন শিল্পপতি ওয়ারেন বাফেট৷ বার্কশায়ার হ্যাথওয়ের সিইও-র মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৩৫০ কোটি ডলার৷

 

জয় চৌধুরী
Caption

 

আমেরিকায় মহিলা কোটিপরিদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা সাম ওয়াল্টনের এক মাত্র মেয়ে অ্যালিস ওয়াল্টন৷ সামগ্রিক ভাবে তিনি রয়েছেন দশম স্থানে৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ হাজার ২৩০ কোটি ডলার৷

 

এ বারের তালিকায় জায়গা করে নিয়েছেন ১৮ জন নতুন কোটিপতি৷ যার মধ্যে অন্যতম হলেন জুম ভিডিয়ো কমিউনিকেশনসের চিফ এগজিকিউটিভ অফিসার এরিক ইউয়ান৷ করোনা আবহে ব্যপক ভাবে বৃদ্ধি পয়েছে জুমের ব্যবহার৷ জুমের সম্পত্তিও বেড়েছে লাফিয়ে লাফিয়ে৷ এরিক ইউয়ানের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ১০০ কোটি ডলার৷ এই তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর সম্পত্তি ৩১০ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ২৫০ কোটি ডলার৷ 

আরও পড়ুন- দেখা দিয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া, স্থগিত অক্সফোর্ডের করোনা-টিকার ট্রায়াল

 

ফোর্বসের তালিকায় সাত জন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের মধ্যে শীর্ষে রয়েছেন জয় চৌধুরী৷ সাইবার সিকিউরিটি ফার্ম জেডস্কেলারের সিইও তিনি৷ মোট সম্পত্তির পরিমাণ ৭৬০ কোটি ডলার৷ ফোর্বসের তালিকায় ৮৫ নম্বর স্থানে রয়েছেন জয়৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিম্ফনি টেকনোলজি গ্রুপের সিইও রমেশ ওয়াধওয়ানি৷ তালিকায় তাঁর স্থান ২৩৮ নম্বরে৷ মোট সম্পত্তি ৩৬০ কোটি ডলার৷ তৃতীয় স্থানে রয়েছেন ওয়েফেসারের সিইও নীরজ শাহ৷ চতুর্থ স্থানে রয়েছেন খোসলা ভেনচারের প্রতিষ্ঠাতা বিনোদ খোসলা৷ পঞ্চম স্থানে রয়েছেন রাম শ্রীরাম৷ ষষ্ঠ স্থানে রাকেশ আগরওয়াল এবং সপ্তম স্থানে রয়েছেন অনিল ভুসরি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *