শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার দিলীপ ঘোষকে শোকজ নোটিশ কমিশনের

শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার দিলীপ ঘোষকে শোকজ নোটিশ কমিশনের

 

কলকাতা: শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা৷ এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব৷ অন্যদিকে, বিজেপি’র নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে বলে পাল্টা সুর চড়িয়েছেন তিনি৷ এরই মধ্যে তরজার পারদ চড়ান বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ যার জেরে এবার তাঁকে শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- শীতলকুচি নিয়ে মন্তব্যের জের! এবার রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা কমিশনের

প্রসঙ্গত, গতকাল বরানগরের বিজেপি প্রার্থী পর্ণো মিত্রর সমর্থনে আয়োজিত জনসভায় বিতর্ক উস্কে দিলীপ ঘোষ বলেন, বাংলায় দুষ্টু ছেলেরা বুঝে গিয়েছে যে বাহিনীর গুলির কত জোর। এরপরে যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের ক্ষেত্রেও একই কাজ করা হবে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলেও হুঙ্কার দেন তিনি। এর পরেই তাঁকে নোটিশ পাঠায় কমিশন৷ বুধবার সকাল ১০টার মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে৷ এদিন সকালে প্রথান রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এর পরেই দিলীপ ঘোষকে ধরানো হয় নোটিশ৷ 

বরানগরের সভায় দিলীপ ঘোষ আরও বলেন, “ শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে৷ এই দুষ্টু ছেলেরা বাংলায় আর থাকবে না৷ সবে তো শুরু । যারা ভেবেছে কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা শুধু দেখানোর জন্য নিয়ে এসেছে, তারা বুঝে গিয়েছে এই গুলির গরম কতটা। আর এটা সারা বাংলায় হবে। কেউ আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করলেই তাকে যোগ্য জবাব দেওয়া হবে।” তাঁর কথায়, ‘‘১৭ তারিখও বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী  থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না৷  বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’’

আরও পড়ুন- বেনজির ভাবে ২৪ ঘণ্টা মমতার প্রচারে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ধরনায় তৃণমূল সুপ্রিমো

উল্লেখ্য, চতুর্থ দফা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ চলছে একে অপরকে দোষারোপের পালা৷  তবে শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য উস্কানিমূলক বলেই মনে করছে কমিশন৷  এই ধরনের বক্তব্যের জেরে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে৷  এই মন্তব্যের মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন, নোটিশ পাঠিয়ে দিলীপ ঘোষের কাছে তা জানতে চেয়েছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে৷ এর পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 7 =