পোস্টাল ব্যালটে নয়, ভোট দেবেন লাইনে দাঁড়িয়েই, কমিশনকে চিঠি বুদ্ধদেব ভট্টাচার্যের

পোস্টাল ব্যালটে নয়, ভোট দেবেন লাইনে দাঁড়িয়েই, কমিশনকে চিঠি বুদ্ধদেব ভট্টাচার্যের

eae856843af3ecb8c2df66ac6b54e7cd

কলকাতা: আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ তিনি৷ কমেছে শারীরিক জটিলতা৷  করেছেন হাঁটাচলও৷ তাই পোস্টাল ব্যালটে নয়৷ ভোট কেন্দ্রে গিয়েই ভোট দিতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শুধু বুদ্ধবাবুই নন৷ তাঁর মতো ভোট কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান অশীতিপর বাম নেতা বিমান বসুও৷ বয়স যতই ৮০ পার হোক না কেন, এখনও ভোটের লাইনে দাঁড়িয়েই নিজের মতদান করবেন তিনি৷  এমনটাই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে৷   

আরও পড়ুন- কেমন আছে তাঁর পায়ের চোট? কতটা সুস্থ এখন? জানালেন মমতা

এই দুই প্রবীণ নেতাদের মানসিক জোড় শুধু বামেদেরই নয়, নিশ্চিত ভাবেই উৎসাহ জোগাবে সংযুক্ত মোর্চা শিবিরকে৷ প্রসঙ্গত, কিছু দিন আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুদ্ধবাবুর মেয়ের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন তিনি৷ অসুস্থতার কারণেই গত লোকসভা ভোটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য৷ এমনকী ব্রিগেড সমাবেশেও তিনি ছিলেন অনুপস্থিতি৷ তবে এবার ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দেবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- আইকোর মামলা: তলব করা হল মানস ভুঁইয়া এবং মদন মিত্রের পুত্রকে

করোনা সংক্রমণের জেরে অসুস্থ ব্যক্তি বা অশীতিপর মানুষদের সুবিধার্থে পোস্টাল ব্যালটের বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন৷ নির্দিষ্ট কেন্দ্রে ভোটের কেয়কদিন আগেই আবেদনকারীদের কাছে পৌঁছে ব্যালট সংগ্রহ করছেন কমিশনের কর্মীরা৷ আগামী ২৬ তারিখ ভোট হবে বুদ্ধবাবুর কেন্দ্র বালিগঞ্জে৷ কিন্তু পোস্টাল ব্যালটের জন্য নির্ধারিত ফর্ম এখনও জমা করেননি তিনি৷ দলীয় সূত্রে খবর, পোস্টাল ব্যালটের মাধ্যমে তিনি ভোট দিতে নারাজ৷ ভোট দেবেন বুথে গিয়েই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *