কমছে না দফা, কী ভাবে হবে বাকি ভোট? সর্বদলীয় বৈঠকের পর জানালেন স্বপন দাশগুপ্ত

কমছে না দফা, কী ভাবে হবে বাকি ভোট? সর্বদলীয় বৈঠকের পর জানালেন স্বপন দাশগুপ্ত

কলকাতা:  ক্রমশ জটিল হচ্ছে কোভিড পরিস্থিতি৷ এর মধ্যে কী ভাবে হবে বাকি দফার ভোট? এই বিষয়ে আলোচনা করতেই আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ আজকের বৈঠকে দফা কমানো নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে৷ ফলে আট দফাতেই রাজ্যে ভোট হবে বলে মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- শেষ দফাগুলি একত্রিত হোক, কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে তৃণমূল

এদিন বৈঠকের পর বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত বলেন, সমস্ত কোভিড প্রোটোকল মেনে চলা হবে৷ নির্বাচন কমিশন যে সকল প্রোটোকল নির্ধারণ করবে, সেগুলি মান্য করা হবে৷ তবে এমন যেন না হয়, যেখানে রাজ্যের এক অংশ প্রচার করতে পারল আর এক অংশ করতে পারল না৷ পাশাপাশি বিজেপি’র তরফ থেকে দলের সমর্থক ও কার্যকর্তাদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে সচেতন করা হবে বলেও জানান তিনি৷ স্বপনবাবু বলেন, যাঁরাই কোনও না কোনও রাজনৈতিক সভাতে আসছেন তাঁদের মাস্ক পরার জন্য অনুরোধ করব৷ দলের তরফ থেকে কোভিড বিধি মানতে নির্দেশ দেওয়া হবে৷   

আরও পড়ুন- সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোট কেন্দ্র! লাটে রাজ্যের টিকাকরণ

এদিন ভার্চুয়াল সভা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে৷ এর জবাবে স্বপন দাশগুপ্ত বলেন, প্রথম থেকেই ভার্চুয়াল সভা হলে অন্য বিষয় ছিল৷ ৬১ শতাংশ ভোট হয়ে গিয়েছে৷ ৩৯ শতাংশ বাকি আছে৷ তাদের জন্য ভার্চুয়াল সভা করা হবে, এটা হতে পারে না৷  রাজনৈতিক দলগুলি ঠিক কী ভূমিকা পালন করবে, সেটা বলে দিক নির্বাচন কমিশন৷ আমরা তাদের নির্দেশ মেনে চলব, এটুকু আশ্বস্ত করতে পারি৷ তবে আমরা মনে করছি আট দফাতেই ভোট হবে৷ দফা কমানোর সম্ভাবনা নেই৷ সেই সঙ্গে কোনও ভাবেই প্রচার বন্ধ করা সম্ভব নয়৷ কবে সতর্কতা নিশ্চিতভাবেই অবলম্বন করতে হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 7 =