কলকাতা: আজ সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে কিভাবে বাকি দফার ভোট করা যাবে সেই প্রেক্ষিতেই ছিল এই বৈঠক। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই জানিয়েছিল যে তারা বাকি দফার ভোট গুলি একসঙ্গে করানোর প্রস্তাব দেবে। সেই প্রেক্ষিতে গতকাল জল্পনা তৈরি হয় যে আগামী ২৪ এপ্রিল হয়তো শেষ তিন দফার নির্বাচন একদিনে হয়ে যাবে। যদিও নির্বাচন কমিশন পরে স্পষ্ট করে দেয় যে দফা পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। আজ সর্বদল বৈঠকে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দফা একত্রিত করার ব্যাপারে বোঝাতে চেয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন সর্বদল বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে সাধারণ মানুষের খেয়াল একদিকে যেমন রাখতে হবে, ঠিক অন্যদিকে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে নজর দিতে হবে। সে ক্ষেত্রে আগামীকালের পর যে তিন দফা নির্বাচন বাকি রয়েছে তা একত্রিত করার প্রস্তাব নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে কমিশনকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। যদিও পার্থ বলছেন প্রচারের সুযোগ এবং গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে হবে এর পাশাপাশি। তবে তিন দফার ভোট একদিনে করা হলে সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে আরো ভালভাবে নজর দেওয়া যেতে পারতো বলে দাবি করেছেন তিনি।
এদিকে, দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে নির্বাচন কমিশনকে বাংলার ভোটের প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। করোনা বিধি মেনে পঞ্চম দফায় নির্বাচন করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ভোটে করোনা বিধি মানা হচ্ছে কিনা, সেই ব্যাপারে জানতে চেয়েই রিপোর্ট তলব করা হয়েছে।