ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! নির্দল প্রার্থীর এজেন্টকে বুথে বসালেন সব্যসাচী দত্ত

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! নির্দল প্রার্থীর এজেন্টকে বুথে বসালেন সব্যসাচী দত্ত

বিধাননগর:  বিজেপি’র বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরগরম বিধাননগর৷ তবে আজ সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন বুথেই শুধু নয়, অলিতেগলিতে ঘুরছেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত৷ তাঁর পাল্টা অভিযোগ, এখানে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে৷ প্রভাবিত করার চেষ্টা চলছে৷ অন্যদিকে, নির্দল প্রার্থীর এজেন্টকে বুথে বসালেন তিনি৷ 

আরও পড়ুন- ‘এবার ক্যাপ্টেন ময়দানেই আছে’, বিজেপি’কে খোলা চ্যালেঞ্জ মদন মিত্রের

সব্যসাচী দত্ত বলেন, এখানে অতীত ইতিহাস আছে এবং আজও তার পুনরাবৃত্তি ঘটছে৷ এখানকার সরু গলির মুখে কয়েকজন বসে গেলে ভোটাররা বেরতে পারবেন না৷ এভাবে তাঁদের বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে৷ পছন্দ মতো লোকজনকে ভোট দিতে দেওয়া হচ্ছে৷ পছন্দ না হলে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, ২১২, ২১৩ নম্বর বুথে বিজেপি ভোটারদের প্রভাবিত করছে৷ একথা শোনার পর তাঁর প্রতিক্রিয়া, ‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়৷’ 

অন্যদিকে বিধাননগর নর্থের আইসি বিদ্যাধরী স্কুলে ফোর্স নিয়ে গিয়েছেন বলে খবর৷ তিনি বলেন, ফোর্স নিয়ে গেলে মানুষের সাহস বাড়বে৷ কিন্তু উনি সেখানে গিয়ে ভোটারদের বলছেন, এখানে এত লাইন কীসের? ভিড় কেন? যান পড়ে আসবেন৷ এই বিষয়ে অবজার্ভারের কাছে নালিশ জানিয়েছেন সব্যসাচী৷ অন্যদিকে এদিন ৭৫ নম্বর বুথে সুজিত বোস নামে এক নির্দল প্রার্থীর বুথ এজেন্টকে বাইরে বার করে দেওয়া হয়৷ তাঁকে বুথের ভিতরে বসিয়ে দেন সব্যসাচী৷ তিনি বলেন, এখানে দু’জন প্রার্থী একই নামে আছেন৷ অফিসাররা ভেবেছিলেন একজন প্রার্থীর হয়ে দু’জন বসে রয়েছে৷ সেই কারণেই সমস্যা হয়েছিল৷ তিনি আরও বলেন, এই বিধানসভায় ৯ জন প্রতিদ্বন্দ্বী আছি৷ যারই বুথ এজেন্টকে বার করা হবে আমি বসিয়ে দেব৷  তবে তৃণমূলের অভিযোগ, সুজিত বোস সব্যসাচী দত্তের ডামি প্রার্থী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =