‘এবার ক্যাপ্টেন ময়দানেই আছে’, বিজেপি’কে খোলা চ্যালেঞ্জ মদন মিত্রের

‘এবার ক্যাপ্টেন ময়দানেই আছে’, বিজেপি’কে খোলা চ্যালেঞ্জ মদন মিত্রের

কামারহাটি:  সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে মদন মিত্র৷ হাতে ঠাকুরের কাপড় বেঁধে সকাল থেকে মাঠে নেমে পড়েছে তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী৷ মদন মিত্র বলেন, হাতে ঠাকুরের কাপড় বাঁধলে মনে জোড় পাই৷ আজ বলে নয়, বছরের ৩৬৫ দিনই পরি৷ আর কপালে বজরংবলীর টিপ৷ 

আরও পড়ুন- বর্ধমানে BJP এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ, ভয়ে ভোট বয়কট মহিলাদের

এদিকে, গতকাল রাত থেকেই এলাকায় বিজেপি’র বিরুদ্ধে আশান্তি পাকানোর অভিযোগ উঠছে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি পাড়াতেই লেড়ি কুকুর থাকে৷ তারা ঘেউ ঘেউ না করতে ঘুম ভাঙে না৷ সেদিন থেকে বিজেপি’র প্রশংসা করছি৷ তাঁর কথায়, বিজেপি’কে বলব বোমা মারলে একটু যেন বলে কয়ে মারে৷ তাহলে সকলকে বলতে পারব সাবধানে থাকুন৷ ওরা চলে গেলে আবার ভোটের লাইনে দাঁড়াবেন৷ তাঁর কথায়, কোনও নেতার পকেটে ভোট নেই৷ মানুষ সিদ্ধান্ত নেবে৷ মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে, মানুষ তৈরি৷ 

প্রসঙ্গত গতবার এই কেন্দ্রে হেরেছিলেন তিনি৷ এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, গতবার আমাকে এখানে আসতে দেওয়া হয়নি৷ বলা হয়েছিল আমি মরে গিয়েছে৷ নতুন করে আমাকে বার্থ সার্টিফিকেট নিতে হয়েছে৷ গতবার টিম ছিল, জার্সি ছিল, তবে ক্যাপ্টেনটা ছিল না৷ বিজেপি যেন মনে রাখে এবার ক্যাপ্টেন ময়দানে রয়েছে৷ তিনি মনে করছেন,এবার  তৃণমূল দুই তৃতীয়ংশ ভোটে জিতবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *