নিউ ইয়র্ক: সমগ্র বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের নাম সম্প্রতি প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন৷ টাইম-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে রয়েছেন উদ্যাগপতি, সমাজকর্মী, শিক্ষাবিদ, অভিনেতা-সহ একাধিক ক্ষেত্রের মানুষজন। এই তালিকাতে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রয়েছেন অ্যালফাবেট এবং গুগল সিইও সুন্দর পিচাই, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক রবীন্দ্র গুপ্তা, বলিউড তারকা আয়ুষ্মান খুরানা এবং শাহিনবাগের বিলকিস ‘দাদি’৷
আরও পড়ুন- ভারত সীমান্তে পোস্টিংয়ের আগেই কেঁদে ভাসল চিন সেনা, দেখুন ভাইরাল ভিডিয়ো
নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শুধু দেশের অভ্যন্রেই নয়, বিদেশের মাটিতেও রয়েছে৷ তাঁর জমানাতেই একাধিক বড় বড় ঘটনা ও সংস্কারের কাজ হয়েছে৷ তবে টাইমসের এক সাংবাদিক কার্ল ভিকের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১০০ জন প্রবাবশালীর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অন্তর্ভূক্তি এনডিএ সরকারের সাফল্যের জন্য নয়৷ বরং ভারতীয় মুসলিমদের সঙ্গে তাঁর দ্বন্দ্বের জের৷ তিনি আরও লিখেছেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশে৷ সব হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ সহ সব ধর্মের মানুষ রয়েছে সেখানে৷ দীর্ঘ দিন ভারতে কাটানো দলাই লামাও প্রশংসা করেছেন সে দেশের৷ ‘‘অথচ নরেন্দ্র মোদী গোটা ধারনাটিকে সন্দেহের তালিকায় ফেলে দিয়েছেন৷’’
আরও পড়ুন- সুখবর, একাধিক দেশে কোভিড ভ্যাকসিনের ফেজ-৩ ট্রায়াল শুরু করল জনসন
এদিকে বলিউড থেকে একমাত্র এই তালিকায় জায়গা পাকা করেছেন আয়ুষ্মান খুরানা৷ তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল দিল্লির শাহীনবাগে কেন্দ্রের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদের মুখ হয়ে ওঠা সেই দাদি বিলকিস বানো৷ অশীতিপর এই দাদিকে এবার সম্মান জানাল টাইমস৷ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঢুকে পড়লেন তিনি৷ টাইমস-এর তালিকায় দাদির এই অন্তর্ভুক্ত এক কথায় বেশ চমকপ্রদ৷
এছাড়াও এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন চিকিৎসক অ্যান্টনি ফাউসি, এঞ্জেনা মর্কেল, জো বিডেন, ন্যান্স পেলোসির এবং কমলা হ্যারিসের নাম৷ টাইমসের প্রভাবশালীর তালিকায় রয়েছে চিকিৎসক রবীন্দ্র গুপ্তও৷ এইডস-এর ওষুধ আবিষ্কার করেছিলেন তিনি৷