অসুস্থ মদন মিত্র, পার্টি অফিসেই দেওয়া হল অক্সিজেন

অসুস্থ মদন মিত্র, পার্টি অফিসেই দেওয়া হল অক্সিজেন

কামারহাটি: অসুস্থ কামারহাটির তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মদন মিত্র৷ শ্বাসকষ্ট দেখা দিয়েছে তাঁর৷ ব্লাড প্রেসার কম বলে জানা গিয়েছে৷ সেই সঙ্গে গ্যাসট্রিকের সমস্যায় ভুগছেন তিনি৷ 

আরও পড়ুন- আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায়, ‘মদন মিত্র হেরে গিয়ে হামলা করছে’, দাবি তাঁর

এদিন সাত সকালে দক্ষিণশ্বরে পুজো দেওয়ার পর সারা দিন ধরে বুথে বুথে ঘুরেছেন তিনি৷ নিজে গাড়ি চালিয়ে গোটা এলাকা কার্যত তিনি চষে বেড়িয়েছেন৷ কিছুক্ষণ আগেই তিনি কামারহাটির তৃণমূল পার্টি অফিসে আসেন৷ এর পরেই বুকে ব্যথা অনুভব করেন৷ পার্টি অফিসের ভিতরেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়৷ তিনি আপাতত অক্সিজেন নিয়ে খানিকটা সুস্থ বোধ করছেন৷ 

প্রসঙ্গত গতবার এই কেন্দ্রে হেরেছিলেন তিনি৷ এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, গতবার আমাকে এখানে আসতে দেওয়া হয়নি৷ বলা হয়েছিল আমি মরে গিয়েছে৷ নতুন করে আমাকে বার্থ সার্টিফিকেট নিতে হয়েছে৷ গতবার টিম ছিল, জার্সি ছিল, তবে ক্যাপ্টেনটা ছিল না৷ বিজেপি যেন মনে রাখে এবার ক্যাপ্টেন ময়দানে রয়েছে৷ তিনি মনে করছেন,এবার  তৃণমূল দুই তৃতীয়ংশ ভোটে জিতবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 11 =