ভোট ময়দানে রাজ! স্বামীকে ভালোবাসায় জড়িয়ে জয়ের শুভেচ্ছা শুভশ্রীর

ভোট ময়দানে রাজ! স্বামীকে ভালোবাসায় জড়িয়ে জয়ের শুভেচ্ছা শুভশ্রীর

কলকাতা: করোনায় কাবু শরীর৷ কিন্তু মনে টগবগে ভালোবাসার জোয়ার৷ তার উপর আজ স্বামীর ভাগ্য পরীক্ষা৷ তাই বন্ধ ঘর থেকেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে স্বামী রাজ চক্রবর্তীকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী৷ 

আরও পড়ুন- চূড়ান্ত ক্ষমতা তাও ব্যবহার নেই! কমিশনের কাজে চূড়ান্ত ক্ষুব্ধ হাইকোর্ট

প্রচারে রাজের হাতে হাত রেখে ব্যারাকপুরের মানুষের কাছে পৌঁছে গিয়ছিলেন অভিনেত্রী৷ কিন্তু করোনার কামড়ে আপাতত তিনি ঘরবন্দী৷ সশরীরে স্বামীর পাশে থাকতে না পারলেও, মন প্রাণ দিয়ে তিনি রয়েছেন রাজের পাশেই৷ ষষ্ঠ দফায় ভোট উত্তেজনার মাঝেই ইনস্টাগ্রামে তাঁর বার্তা, ‘তোমার জয় নিশ্চিত।’। উল্লেখ্য ব্যারাকপুরে ভোটের একদিন আগেই শুভশ্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি৷ এ প্রসঙ্গে রাজ বলেন, ‘‘শুভশ্রী আমাকে অনেক সাপোর্ট করেছে৷ আমি ব্যারাকপুরে আছি আর ও বাড়ির লোকজনকে সামলাচ্ছে৷’’

আরও পড়ুন- ‘আদিবাসীদের জন্য কম কিছু কাজ করিনি’, নিজের প্রশংসায় পঞ্চমুখ মমতা!

এদিন ভোটের শুরুতেই ফিল্মি কায়দায় রাজ বলেন, ‘আজকের সিনেমা হিট করে গিয়েছে।’  তিনি মনে করছেন এই কেন্দ্রে ৩০ থেকে ৩৫ হাজার ভোটে লিড নিয়ে জয়ী হবেন তিনি৷ জেতায় বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী রাজ৷ তিনি আরও বলেন, দিদি এবং অভিষেক অনেক সাপোর্ট করেছে৷ দিনের শেষে শেষ হাসি আমারাই হাসব৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =