কলকাতা পুরসভার সোশ্যাল সাইটে ফিরহাদের ছবি! কমিশনে নালিশ বিজেপি’র

কলকাতা পুরসভার সোশ্যাল সাইটে ফিরহাদের ছবি! কমিশনে নালিশ বিজেপি’র

কলকাতা: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে নালিশ জানাল বিজেপি৷ কলকাতা পুরসভার অফিসিয়াল ফেসবুক এবং টুইটার পেজে এখনও তাঁর ছবি রাখা হয়েছে কেন? এই অভিযোগ তুলেই ইসিও-র কাছে চিঠি দিল গেরুয়া শিবির৷ এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অশ্লীল কথা ও তাঁর মিনি পাকিস্তান মন্তব্যের প্রসঙ্গও এদিন তুলে ধরা হয়৷ পাশাপাশি দাবি, তিনি মসজিদে মসজিদে ঘুরে বিজেপি’র বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন৷ 

আরও পড়ুন- ব্যাঙ্কিং পরিষেবার সময়সীমা কমাতে রাজ্যকে চিঠি কর্মচারী সংগঠনের

উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতা বন্দর এলাকায় তাঁর বিদায়ী পুরমন্ত্রীর একটি ভিডিয়ো ফাঁস হয়৷ যেখানে তাঁকে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায়৷ যদিও ওই ভিডিয়োটি মিথ্যা বলেই দাবি করেন ফিরহাদ৷ ওই ভিডিয়োতে একটি রোড শো’র মাঝে ফিরহাদকে বিতর্কিত কথা বলতে শোনা যায়৷ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনাতেও ক্ষোভ উগড়ে দেন তিনি৷ প্রসঙ্গত,ওই ভিডিয়োটি পোস্ট করেন  দিল্লির বিজেপি বিধায়ক তেজিন্দর পাল সিংহ বাগ্গা৷ 

আরও পড়ুন- পুলিশমন্ত্রী হয়ে পুলিশের বিরদ্ধেই তাবেদারির অভিযোগ মমতার, কীসের ইঙ্গিত

এর পরেও ফিরহাদকে রোখা যায়নি৷ আক্রমণের ধারা অব্যাহত রেখে মোদীকে কটাক্ষ করেন তিনি৷ বলেন, বুড়ো বয়সের পেলেকে দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করছে বিজেপি৷ আর বাংলার খেলোড়াররা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতির সঙ্গে পেরে উঠবে না৷ তাই এই খেলায় জিতবে তৃণমূল৷ বিজেপি ৭০-এর বেশি আসন পাবে না বলেও দাবি তাঁর৷ শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =