সপ্তম দফায় উত্তপ্ত সুতি, নির্দিল প্রার্থীর এজেন্টকে বন্দুকের বাঁট দিয়ে মার

সপ্তম দফায় উত্তপ্ত সুতি, নির্দিল প্রার্থীর এজেন্টকে বন্দুকের বাঁট দিয়ে মার

সুতি: ভোট সপ্তমীর সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি৷ নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ৷ বন্দুকের বাঁট দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে৷  

আরও পড়ুন- রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটে বাধা, নীরব দর্শক পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

সুতি বিধানসভার নির্দল প্রার্থীর এজেন্ট আজ যখন বুথে ঢুকছিলেন, তখন তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়৷ ওই এজেন্ট জানান, রাস্তা দিয়ে আসার সময়ই তাঁকে মেরে তাঁর কাছ থেকে মোবাইল, কাগজপত্র কেড়ে নেওয়া হয়৷ সেখানে অনেক গুণ্ডা ছিল৷ এই কাজ করেছে তৃণমূল৷ অন্যদিকে, বুথের বাইরে অবৈধ জমায়েত রয়েছে৷ বুথের ২০০ মিটারের মধ্যেই এই জমায়েত রয়েছে৷ কিছুক্ষণ আগেও নির্দল প্রার্থীর কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হয়৷ সুতি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকেই এই ধরনের অভিযোগ উঠেছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

ফের বিতর্কে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে উত্তপ্ত সুতি

ফের বিতর্কে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে উত্তপ্ত সুতি

সুতি:  ভোটের সকালেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ৷ সুতিতে বিজেপি’কে ভোট দেওয়া জন্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷ ভোটাররা সকাল সকাল ভোট দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছেন৷ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হুমকিতে তাঁরা রীতিমতো আতঙ্কিত৷ স্থানীয় মানুষ জানান, কেন্দ্রীয় বাহিনী তাদের হুমকি দিচ্ছি বিজেপি’কে ভোট দেওয়ার জন্যে৷ 

আরও পড়ুন- সোম থেকে বন্ধ ভারত-বাংলাদেশের যাতাযাত, দেশে ফেরায় কড়া বিধি!

অভিযোগ, বিজেপিকে ভোট না দিলে লাঠিপেটা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের৷ ভোট দিতে যেতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ৷ বাড়িতে বাড়িতে গিয়েও বিজেপি’কে ভোট দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ ভোর হতেই এখানে বড় সংখ্যায় ভোটাররা বাইরে বেরেয়ে আসেন ভোট দিতে৷ কিন্তু সকাল হতেই শুরু হয় অশান্তি৷ তৃণমূল কর্মী তো বটেই সাধারণ মানুষকেও বিজেপি’কে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী৷ অন্যান্য দলের দেওয়াল লিখল মুছে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে৷ না হলেই লাঠিপেটার হুমকি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =