সীমান্ত সংঘাতের মধ্যেই লাল ফৌজকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ জিনপিং-এর

সীমান্ত সংঘাতের মধ্যেই লাল ফৌজকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ জিনপিং-এর

বেজিং: ভারতের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই যুদ্ধের হুঙ্কার দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ যুদ্ধের জন্য লাল ফৌজকে তৈরি থাকার নির্দেশ দিলেন তিনি৷ মঙ্গলবার চিনের গুয়াংডং প্রদেশে একটি সেনা ঘাঁটিতে বক্তৃতা দেওযার সময়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র উদ্দেশে তাঁর বার্তা, ‘‘নিজেদের মন ও সমস্ত শক্তি দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো৷’’ সেইসঙ্গে দেশের প্রতি অনুগত থাকার নির্দেশও দেন তিনি৷ 

আরও পড়ুন- ৭৫ বছর পর জলের নীচে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

মঙ্গলবার চাওঝৌ শহরে লাল ফৌজের নৌবাহিনীর সঙ্গে সাক্ষাতের সময় বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন৷ জিনপিং তাঁর বাহিনীকে একান্ত ভাবে অনুগত ও নির্ভরযোগ্য হওয়ার আবেদনও জানান৷ ভারতের সঙ্গে সীমান্ত বিবাদের মাঝে চিনের প্রেসিডেন্টের এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ বারবার সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনার পরও মেলেনি রফা সূত্র৷ তবে মঙ্গলবার টানা ১১ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর উভয় দেশই ডিসএনগেজমেন্টের জন্য রাজি হয়েছে৷ যত শীঘ্র সম্ভব এই পক্রিয়া শুরু করা হবে বলেও জানানো হয়েছে৷ কিন্তু চিনের প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে পারছে না ভারত৷ এর আগেও একাধিকবার সীমান্তে আগ্রাসী পদক্ষেপ করেছে লাল ফৌজ৷ গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় রক্ত ঝরেছে৷ শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা৷ এর পর সীমান্তে উত্তেজনা প্রশমনের চেষ্টা চললেও দু’দেশই তলায় তলায় সীমান্তে শক্তি বাড়াচ্ছে। ১ লক্ষের উপর ভারতীয় এবং চিনা সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু’পাশে। তৈরি রয়েছে ভারতের বিমান বাহিনীও৷ 

আরও পড়ুন- নির্বাচনী প্রচারে উদ্দাম নাচ ডোনাল্ড ট্রাম্পের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

গত মে মাস থেকেই লাদাখ সীমান্তে উত্তেনার পারদ চড়ছে৷ ভারতের উপর চাপ বাড়াতে লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশ সীমান্তেও সেনা বাড়াচ্ছে বেজিং৷ সীমান্তের ওপারে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবার নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজও শুরু করে চিন। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজেশনকে দিয়ে এলএসি-র পাশে নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে দেয়। কিন্তু তাতে বাধা দেয় চিন সেনা৷ এর বিরুদ্ধে দাঁড়ায় ভারতীয় সেনা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =