৭৫ বছর পর জলের নীচে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

৭৫ বছর পর জলের নীচে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

 

ওয়ারস: ৭৫ বছর আগে ফেলা হয়েছিল বোমা৷ তা ফাটল এখন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় বোমাটি ফাটল পোল্যান্ডে৷ জলের তলায় এটির সন্ধান পাওয়ায় এটিকে নিস্ক্রীয় করার চেষ্টা করছিল পোল্যান্ডের নৈবাহিনীর ডুবুরিরা৷ সেসময় জোর শব্দ করে ফেটে যায় বোমাটি৷ ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ব্যবহৃত টালবয় বোমা পাওয়া গিয়েছিল সুইনজস্কি শহরের নিকটবর্তী পাইস্ট খালে৷ বোমাটি নিস্ক্রীয় করার আগে ওই এলাকা থেকে প্রায় সাড়ে সাতশ মানুশকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ২৪০০ কেজি বিস্ফোরক সহ বোমাটির ওজন ছিল ৫৪০০ কেজি৷

বোমা নিস্ক্রীয়করণের প্রক্রিয়াটি বিস্ফোরণে পরিণত হয়েছিল। পোলান্ডের সংবাদসংস্থা পিএপি জানিয়েছে “অষ্টম উপকূলীয় প্রতিরক্ষা ফ্লোটিলার মুখপাত্র, সেকেন্ড-লেফটেন্যান্ট গ্রজেগোর্স লেওয়ানডোভস্কি জানিয়েছে, ‘এই ঘটনাটিকে নিরপেক্ষ হিসাবে বিবেচনা করা যেতে পারে, এটি আর কোনও হুমকির সৃষ্টি করবে না।’ সমস্ত নৈসেনার ডুবুরিরাও নিরাপদ স্থানে সরে যায় বিস্ফোরণের আগে৷ জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান জাহাজ লাতজোকে আক্রমণ করার জন্য ১৯৪৫ সালে এই বোমা ফেলেছিল ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স৷  আর সেই বোমাই ফাটল প্রায় ৭৫ বছর পর৷

সুইনজস্কি শহরের নিকটবর্তী পাইস্ট ক্যানেলটি যুক্ত হয়েছে বাল্টিক সাগরের সঙ্গে৷ সুইনজস্কিতে একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল রয়েছে৷ তবে এই বিস্ফোরণের ফলে সেটির কোনও ক্ষতি হয়নি বলেই খবর৷ একইসঙ্গে কোনও হতাহাতের খবর মেলেনি৷ প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হিসেবে আনুষ্ঠানিকভাবে পোল্যান্ডের ভেস্টারপ্লাটেকেই স্বীকৃতি দেয়া হয়েছে৷ আর প্রতিবছরই ভেস্টারপ্লাটে থেকে স্মরণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে৷ বলা হয় ১ সেপ্টেম্বর এই ভেস্টারপ্লাটেই বোমা হামলা করে শুরু হয়েছিল ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =