আগে ভ্যাকসিন পাঠান, পরে সিবিআই পাঠাবেন, কেন্দ্রকে খোঁচা রাজ-মিমির

আগে ভ্যাকসিন পাঠান, পরে সিবিআই পাঠাবেন, কেন্দ্রকে খোঁচা রাজ-মিমির

কলকাতা: সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা গোটা দেশ৷ একদিকে যেমন ঝড়ের গতিতে  সংক্রমণ ছড়াচ্ছে, তেমনই দেখা দিয়েছে বেড, অক্সিজেন আর ভ্যাক্সিনের আকাল৷ এদিকে এই পরিস্থিতির মধ্যে রাজ্যের মোট চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই৷ সোমবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে৷ এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী৷ ভ্যাকসিন না পাঠিয়ে রাজ্যে সিবিআই পাঠানো হল কেন? খোঁচা কেন্দ্রীয় সরকারকে৷ 

আরও পড়ুন- নাদরকাণ্ডে গ্রেফতারি, CBI-কে তুলোধোনা সিপিআইএমের! কাঠগড়ায় কেন্দ্র

এদিন টুইট করে মিমি বলেন, ‘‘এবার সিবিআই? তারা কি ভ্যাকসিন আনছেন?’’ খোঁচা জিতে ছাড়েননি রাজও৷ তিনি টুইট করে বলেন, ‘‘আগে ভ্যাকসিন পাঠান৷ বেঁচে থাকলে সিবিআই পাঠাবেন৷’’ তাঁর এই মন্তব্যকে সমর্থন জানান বীরসা মুণ্ডা৷ প্রসঙ্গত, আজ সকালে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় সিবিআই৷ তার গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে৷ অন্যদিকে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷ পরে তাঁদের চারজনকেই গ্রেফতার করা সিবিআই৷ 

এদিকে সকাল ১০টা ৪৭ মিনিটে সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ধরনায় বসেন তিনি৷ ‘আমাকেও গ্রেফতার করতে হবে’, দাবি তোলেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =