কলকাতা: যশ আসতেই রাজ্যের ১০ জেলায় নামানো হল সেনা। বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায় নামছে ১৭ কোম্পানি সেনা। ইতিমধ্যেই সেনারা কাজ করতে শুরু করে দিয়েছে৷ বিশেষত উপকূলীয় এলাকার যে সমস্ত জায়গাগুলিতে জল ঢুকে গিয়েছে সেখান থেকে চলছে উদ্ধার কাজ। এমনকী এখনও পর্যন্ত চলছে উদ্ধার কাজ৷ অনেকেই বাড়ি ছেড়ে বেরতে চাইছেন না। তাই সতর্ক বার্তার মাধ্যমে চালানো হচ্ছে উদ্ধার পর্ব।
আরও পড়ুন- সময়ের আগেই ওডিশায় ল্যান্ডফল যশের, তাণ্ডব শুরু দীঘায়, জলমগ্ন একাধিক এলাকা
নৌকায় করে চালানো হচ্ছে উদ্ধারের কাজ। তবে ঝড়ের তান্ডবে যেভাবে উপকূলের দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতায় এখনো পর্যন্ত সেরকমভাবে ঝড়ের প্রভাব পড়েনি। এমনকি বিপদ এড়ানোর জন্য কলকাতায় সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আজ সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দর। প্রসঙ্গত, গতকালই সরকার তরফে দিঘায় মোতায়েন করা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী। অতিরিক্ত ১০টি জাতীয় বিপর্যয় মোকবিলা টিম নিয়ে মোট ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে। পুলিশি তরফে প্রত্যেক গ্রামবাসীদের নদী থেকে নিরাপদ দূরত্বে সরানোর ব্যবস্থাও চলছে। ঝড়ে জল বাড়ার সম্ভাবনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। হাওয়া দপ্তরের খবর অনুযায়ী ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি, সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি। দীঘা, শঙ্করপুর, চাঁদিপুর, মন্দারমনি, ফ্রেজারগঞ্জ বহু জায়গায় জলমগ্ন হয়ে পড়ায় বহু মানুষেরই জমি ভিটে ভেসে গিয়েছে। যতোই সময় বাড়ছে ততই বাড়ছে জলোচ্ছ্বাস, এমনকি হাওয়ার দাপটে লণ্ডভণ্ড হয়েছে একাধিক জায়গা।