সময়ের আগেই ওডিশায় ল্যান্ডফল যশের, তাণ্ডব শুরু দীঘায়, জলমগ্ন একাধিক এলাকা

সময়ের আগেই ওডিশায় ল্যান্ডফল যশের, তাণ্ডব শুরু দীঘায়, জলমগ্ন একাধিক এলাকা

বালেশ্বর: নির্দিষ্ট সময়ের কিছু আগেই বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ৷ সকাল ৯টা ১৫ মিনিটে হয় ল্যান্ডফল৷ আগামী ৩ ঘণ্টা ধরে এর প্রভাব চলবে বলে জানাচ্ছে আবাওয়া দফতর৷ ইতিমধ্যেই বেশ কিছু জেলা প্লাবিত৷ ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া৷ 

আরও পড়ুন- আশঙ্কার চেয়ে কিছুটা দুর্বল যশ, বলছে মৌসম ভবন

হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বুধবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়বে যশ৷ কিন্তু তার বহু আগেই ল্যান্ডফল হল যশের৷ প্রবল ঝড় বৃষ্টিতে উদ্বেগ উৎকণ্ঠার ছবি ওডিশায়৷ ধামরায় চলছে যশের তাণ্ডব৷ অন্যদিকে কাকদ্বীপে প্লাবিত একাধিক এলাকা৷ নদী থেকে ৫-৬ কিলোমিটার দূরের বাজারও জলমগ্ন৷ দোকানগুলির মধ্যে জল ঢুকে পড়েছে৷ দোকানের জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত দোকানদাররা৷ ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ জল ঢুকছে সাগর, মৌসুনি দ্বীপের গ্রামেও৷ 

এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বইরে পারে ঝোড়ো হাওয়া৷ ওড়িশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালেশ্বর যশের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে গিয়েছে যশ৷ কিন্তু এর টেল বা শেষ ভাগ যখন ঢুকবে, তখন আরও একবার ধাক্কা দেবে৷ তবে ঘূর্ণিঝড়ের ‘আই’ থেকে অনেকটাই দূরে রয়েছে কলকাতা৷ ফলে সে ভাবে প্রভাব পড়েনি এখানে৷ তবে এর ভালো মতো প্রভাব পড়েছে গঙ্গাসাগরে৷ 

এদিকে দীঘায় একেবারে সাগরের রুদ্ররূপ৷ বেশিরভাগ জায়গায় জল ঢুকে গিয়েছে৷ আগে থেকেই কাঁচা বাড়ি থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ তবে এখানে সাগর এতটা ভয়াল রূপ ধারন করবে তা ভাবা যায়নি৷ তাই পাকা বাড়ির ভিতর মানুষ ছিল৷ সেই সকল বাড়ির একতলা পুরোটাই জলমগ্ন৷ নারকেল গাছের মাথার উপর উঠে গিয়েছে ঢেউ৷ ফলে সেনাবাহিনীকে ইতিমধ্যেই কাজে নামানো হয়েছে৷ কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =