মোদীর রিভিউ মিটিং এড়ালেন মমতা, আগেই সাক্ষাৎ সেরে দিলেন রিপোর্ট

মোদীর রিভিউ মিটিং এড়ালেন মমতা, আগেই সাক্ষাৎ সেরে দিলেন রিপোর্ট

4253dfee94f44816b1bc9e955b148c9a

কলকাতা: যশ পরবর্তী রিভিউ মিটিংয়ের আগেই মোদী-মমতা সাক্ষাৎ৷ কথা হল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে৷ যশ পরবর্তী পরিস্থিতি নিয়েই দু’জনের মধ্যে কথা হয়েছে বলে খবর৷ রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই শুরু হয় রিভিউ মিটিং৷

আরও পড়ুন- কেন থাকবেন শুভেন্দু? কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে বৈঠক এড়াতে পারেন মমতা

এদিন প্রধানমন্ত্রীর কাছ থেকে আলাদা করে সময় চেয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই আবেদনের ভিত্তিতেই ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল৷ ওই বৈঠকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী যশের দাপটে কী কী ক্ষতি হয়েছে এবং রাজ্যের কী দাবি রয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন৷ নাতিদীর্ঘ এই সাক্ষাতের পরেই কলাইকুণ্ডা থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ এখান থেকে দীঘায় পৌঁছে সেখানকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি৷  

বলা হয়েছিল আজ কলাইকুণ্ডার রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যপাল জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ রাজ্যের মন্ত্রী হিসাবে থাকবেন সৌমেন মহাপাত্র৷ এবং এই বৈঠকের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নিজে৷ সেই রিভিউ মিটিং শুরুও হয়ে গিয়েছে৷ কিন্তু তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, ওই বৈঠকে থাকতে চাননি মুখ্যমন্ত্রী৷ সেই কারণেই তিনি আলাদা করে কথা বলার জন্য সময় চেয়ে নেন৷ এর পরেই ১৫ মিনিট সময় দেওয়া হয় এবং সেই সময়েই প্রধানমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রী রিপোর্ট তুলে দেন৷ 

উল্লেখ্য, এদিন রিভিউ মিটিংয়ে শুভেন্দু অধিকারীর উপস্থিতির জন্যই সেখানে থাকতে চাননি মুখ্যমন্ত্রী৷ তৃণমূল সূত্রে খবর, রাজ্যপালের উপস্থিতি নিয়ে কোনও আপত্তি জানাননি মুখ্যমন্ত্রী৷ তবে শুভেন্দু কেন বৈঠকে থাকবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি৷ তাঁর উপস্থিতির যুক্তিই বা কি? জানতে চান তিনি৷ তাঁর মতে, শুভেন্দুর উপস্থিতি প্রশাসনিক বৈঠকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা চলছে৷ এছাড়াও শুভেন্দু অধিকারীকে আনুষ্ঠানিক ভাবে বিরোধী দলনেতাও ঘোষণা করেনি বিজেপি৷ আর শুভেন্দুকে ডাকা হলে বাকি বিধায়কদের ডাকা হবে না কেন? এই বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকেও জানানো হয়েছে বলে সূত্রের খবর৷ আর সেই কারণেই প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *