মোদীর সঙ্গে কেন বৈঠক এড়ালেন? নিজেই কারণ দর্শালেন মুখ্যমন্ত্রী

মোদীর সঙ্গে কেন বৈঠক এড়ালেন? নিজেই কারণ দর্শালেন মুখ্যমন্ত্রী

f35ea551b1cecc35ceece9c85ce6da5b

দীঘা:  যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী৷ কলাইকুণ্ডায় রিভিউ মিটিং ডেকেছিলেন নমো৷ সেখানে মোদী-মমতার বৈঠক হওয়ার কথা থাকলেও তা এড়িয়ে যান মুখ্যমন্ত্রী৷ এর পর দীঘার প্রশাসনিক বৈঠক থেকে রিভিউ মিটিং এড়ানোর কারণ দর্শালেন নিজেই৷ 

আরও পড়ুন- ‘জলে আমার বাড়িও ডুবে গিয়েছে’, বললেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখা, ভাঙড় পরিদর্শন করার পর সাগর, নামখানা, পাথরপ্রতিমায় গিয়েছিলাম৷ এর পর গিয়েছিলাম কলাইকুণ্ডায়৷ কারণ সেখানে প্রধানমন্ত্রী রিভিউ মিটিং ডেকেছিলেন৷ কিন্তু আমরা জানাতাম না৷ আমাদের দীঘায় মিটিং ছিল৷ তা সত্ত্বেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে চেয়েছিলেন বলে কলাইকুণ্ডায় গিয়েছিলাম৷ সেখানে গিয়ে আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি৷ উপস্থিত ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়ে বলেছি, ‘‘আপনি যা ভালো বুঝবেন করবেন৷’’  

কিন্তু মোদী-মমতার এই বৈঠক ছিল পূর্ব নির্ধারিত৷ তবে গতকাল রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় কলাইকুণ্ডার বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সূত্রের খবর, রাজ্যপালে আপত্তি না থাকলেও শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে আপত্তি ছিল মমতার৷ তাঁর উপস্থিতির যুক্তিই বা কি? প্রশ্ন তোলেন তিনি৷ তবে কি শুভেন্দুর জন্যই বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী মুখ না খুলেও,  প্রশ্ন উঠেছে রাজনীতির প্রাঙ্গনে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *