আপাতত স্থিতিশীল, আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

আপাতত স্থিতিশীল, আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ আজই ছাড়া হতে পারে হাসপাতাল থেকে৷ চিকিৎসকরা বলছেন, আপাতত নিয়ম মেনে ওষুধ খেলেই হবে৷ পাশাপাশি আজই ছাড়া হতে পারে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকেও৷

আরও পড়ুন- আলাপনের শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীকে তুলোধোনা! বিস্ফোরক শুভেন্দু

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতে বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার মূল্যায়ন করে দেখা হয়েছে৷ তাঁর সমস্ত রিপোর্ট সন্তোষজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা৷ তবে বাড়ি ফিরে আগামী এক সপ্তাহ আইসোলেশনেই থাকতে হবে তাঁকে৷ বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি৷ জানা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাশি আগের চেয়ে অনেকটাই কম৷ শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক৷ জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্র ৯৬ শতাংশ৷ আপাতত ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে আছেন তিনি৷ রেমডেসিভির কোর্স শেষ হলেও স্টেরয়েড চলছে তাঁর৷ তবে স্বাভাবিক ভাবেই খাবার খেতে পারছেন৷ 

প্রসঙ্গত, গত ১৮  মে করোনা আক্রান্ত হন বুদ্ধদেববাবু৷ এর পর বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল তাঁর৷ একইসঙ্গে আক্রান্ত হন হন তাঁর স্ত্রী মীরা দেবীও৷ তবে গত মঙ্গলবার বিদ্ধদেববাুর শরীরে অক্সিজেনের মাত্র কমে যাওয়ায় ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা৷ তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে৷ প্রথমে চিকিৎসক কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়৷ পরে পাঁচ চিকিৎসকের বোর্ড তৈরি করা হয়৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =