আলাপনের শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীকে তুলোধোনা! বিস্ফোরক শুভেন্দু

আলাপনের শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীকে তুলোধোনা! বিস্ফোরক শুভেন্দু

20a31d07b25d183a55a94a1ab9eac808

কলকাতা: আলাপন ইস্যুতে এবার রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ শুরু করা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কড়া শাস্তির দাবিও করেন তিনি। মঙ্গলবার সকাল থেকে একের পর এক ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, “রাজ্যে অলীক কুনাট্য চলছে। নিজের অহংবোধকে তুষ্ট করতে অনুশাসনহীন মুখ্যসচিবকে বাঁচাতে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে চলেছেন মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধান এবং মুখ্যমন্ত্রীর দফতরের অসম্মান ও অবমাননা করছেন।”

ঘূর্ণিঝড় ‘যশে’র ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন না মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব৷ তবে সেই বৈঠকে ছিলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে না থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে কটাক্ষ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই বৈঠকের কয়েকঘন্টার মধ্যেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ দিয়ে কেন্দ্র থেকে পাঠানো হয় চিঠি। সেই পরিস্থিতিতে আলাপন ইস্যুতে শনিবার শুভেন্দু বলেছিলেন, “মুখ্যমন্ত্রীর আদেশের জন্য বাধ্য হয়েই ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি মুখ্যসচিব। শুধু আলাপন নন, রাজ্যের সব আমলাদেরই আজ একই দশা। মুখ্যমন্ত্রীর কথা মতো চলতে হয়। আলাপনের কিছু করার ছিল না।” কিন্তু তিনদিনের মধ্যেই বদল সুরে। মঙ্গলবার তিনি ট্যুইট করে লিখেছেন, “ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ানো কি মুখ্যসচিবের শোভা পায়? না পায় না।” নন্দীগ্রামের বিধায়কের আরও দাবি, “প্রাকৃতিক দুর্যোগ ও বিশ্বজোড়া অতিমারীর মাঝে অনুশাসন ও সার্ভিস রুল ভেঙেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।”

 

 

সোমবারই কেন্দ্রের তরফে শোকজ চিঠি করে চিঠি দেওয়া হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। চিঠিতে তাকে বলা হয়, তিনি যেন আগামী তিনদিনের মধ্যে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে অনুপস্থিত থাকার কারণ ব্যাখা করে কৈফিয়ত দিয়ে লিখিত জানাতে বলা হয়েছে। মঙ্গলবার সেই চিঠি প্রকাশ্যে এসেছে। এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতাকে নিশানা করে আরও বলেছেন, “প্রাক্তন অবসরপ্রাপ্ত মুখ্যসচিব এমন কী গোপন কথা জানেন যে কারণে তাকে বাঁচানোর জন্য স্বর্গ-মর্ত্য এক করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী?” আলাপন ও মমতার বিরুদ্ধে বারবার বিধিভঙ্গের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও লিখেছেন, “করদাতাদের পয়সা লুঠ করা তৃণমূলের প্রিয় কাজ। অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। তিনি এখন মাসে আড়াই লক্ষ টাকা মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। করদাতা সাধারণ মানুষের কষ্টে আয় করা পয়সা এর থেকে অনেক ভালো উপায়ে খরচ করা যেত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *