কলকাতা: স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলার পরেই বিতর্কে তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ গতকাল খোলাখুলি নুসরত জানিয়েছিলেন, তিনি নাকি নিখিলের সঙ্গে সহবাস করেছিলেন মাত্র৷ তাঁদের বিয়েটা ছিল অবৈধ৷ তাই বিচ্ছেদের প্রশ্ন ওঠে না৷ আর এর পরেই তাঁর বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ তুলেছে বিজেপি৷ লোকসভায় তাঁর শপথগ্রহণের ভিডিয়ো তুলে ধরে ময়দানে নেমেছেন বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য৷
আরও পড়ুন-‘নিখিলের সঙ্গে লিভ ইন করেছি, বিয়েটা ছিল অবৈধ, বিচ্ছেদের প্রশ্নই নেই’ বিবৃতি নুসরতের
শপথ নেওয়ার সময় বসিরহাটের সাংসদ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন৷’’ আর ঠিক এই অংশটি তুলে ধরেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য৷ শুধু তাই নয় লোকসভার ওয়েবসাইটেও তাঁর স্বামীর জায়গায় লেখা রয়েছে নিখিল জৈনের নাম৷ বৃহস্পতিবার নুসরতের শপথগ্রহণের ভিডিয়ো টুইট করে অমিত মালব্য বলেন, ‘‘তৃণমূল সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ ইন করছেন, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই৷ কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি৷ এবং সংসদে রেকর্ড অনুযায়ী উনি নিখিল জৈনকে বিয়ে করেছেন৷ তবে কি লোকসভায় দাঁড়িয়ে অসত্য কথা বলেছিলেন?’’
লোকসভার ওয়েবসাইটে নুসরত জাহান সম্পর্কে সার্চ করলেই দেখা যাচ্ছে তিনি বিবাহিত৷ ২০১৯ সালে ১৯ জুন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর৷ ২৫ জুন নুসরত ও মিমি লোকসভায় গিয়ে শপথ নেন৷ কিন্তু নুসরতের সাম্প্রতিক মন্তব্যের সেই সময়ের কথার কোনও মিলই নেই৷ যেখানে নিখিল জৈনকে স্বামী হিসাবে অস্বীকার করেছেন তিনি৷ তবে এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ রাজনীতির কারবারিরা বলছেন, সংসদে দাঁড়িয়ে একজন সাংসদ অসত্য তথ্য দিলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা যেতে পারে৷ তবে কি নুসরতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনবে গেরুয়া শিবির? তবে এই ইস্যুতে বিজেপি তৃণমূলকে যে চাপে ফেলার চেষ্টা করবে তা বলাইবাহুল্য৷