‘সরকার গঠনের পরেই ৩৫৬-র জুজু, এজেন্সি দিয়ে হেনস্থা ভালো চোখে নিইনি’: শুভ্রাংশু

‘সরকার গঠনের পরেই ৩৫৬-র জুজু, এজেন্সি দিয়ে হেনস্থা ভালো চোখে নিইনি’: শুভ্রাংশু

কলকাতা: বিজেপি’র অন্দরে তাঁর মৌনতা বারবার প্রশ্ন তুলেছিল৷ মাথাচাড়া দিয়েছিল মুকুল রায়ের দলত্যাগের জল্পনা৷ এর পর মুকুল পত্নী কৃষ্ণাদেবীর খোঁজ নিতে হাসপাতালে অভিষেকের উপস্থিতি ও শুভ্রাংশুর বিবৃতি সেই জল্পনায় ঘৃতাহুতি দেয়৷ অবশেষে শুক্রবার পুরনো ঘরে ফেরেন মুকুল-শুভ্রাংশু৷ মুখ্যমন্ত্রীর প্রশংশায় পঞ্চমুখ মুকুল-পুত্র৷ সেই সঙ্গে আরও একবার বিজেপি’র কড়া সমালোচনা করলেন তিনি৷ 

আরও পড়ুন- ঘরে ফিরতেই মুকুলকে জেড প্লাস, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে

এদিন নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভ্রাংশু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যে ভাবে পাশে দাঁড়িয়েছে তাতে আমরা খুশি৷’’ তাঁর কথায়, ‘‘একটা রাজনৈতিক দল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে৷ সরকার গঠনের এক মাসও হয়নি, তখন থেকে ৩৫৬ ধারার ভয় দেখানো হচ্ছে৷ এজেন্সি দিয়ে বিরক্ত করা হয়েছে৷ কখনও সাম্প্রদায়িকতার তাস খেলা হচ্ছে৷ সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে৷ এটা আমরা ভালো চেখে নিচ্ছিলাম না৷ সেই কারণেই বিজেপি ছেড়েছি৷’’ গlকাল মুকুল রায় অবশ্য বলেছিলেন, কেন বিজেপি ছেড়েছেন, তা লিখিত ভাবে জানাবেন তিনি৷ 

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেওয়ার কথাও বলেন শুভ্রাংশু৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়েছি৷ আজই চিঠি পাঠানো হয়েছে৷’’ যদিও আজ সকালেও মুকুল রায়ের কাঁচরাপাড়া ও সল্টলেকের বাড়িতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও চোখে পড়ে৷ এ প্রসঙ্গে মুকুল রায় অবশ্য বলেন, ‘‘আমি রিলিজ করে দিয়েছি৷’’ এদিন শুভ্রাংশু আরও জানান, খুব শীঘ্রই মায়ের চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *