ঘরে ফিরতেই মুকুলকে জেড প্লাস, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে

ঘরে ফিরতেই মুকুলকে জেড প্লাস, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে

a616690c41038dc117878e08e5d473b5

কলকাতা:  রাজনীতির ফুল বদলে স্বপুত্র পুরনো ঘরে ফিরেছেন মুকুল রায়৷ ঘরের ছেলে ঘরে ফিরতেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল৷ তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে রাজ্য৷ শুভ্রাংশুকে দেওয়া হবে ওয়াই প্লাস৷ এই বিষয়ে কোনও অর্ডার না বেরলেও শীঘ্রই তাঁরা এই নিরাপত্তা পাবেন বলে সূত্রের খবর৷ পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন বলেও জানা যাচ্ছে৷ 

আরও পড়ুন- যুব নেত্রী সায়নীকে এবার রাজনীতির পাঠ দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো

প্রসঙ্গত, গতকালই ঘর ওয়াপসি হয়েছে মুকুল-শুভ্রাংশুর৷ মুকুল ফিরতেই মমতা বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে৷ তাঁর কথায় ওল্ড ইজ গোল্ড৷ মকুল রায় যে তৃণমূলে এখনও অপরিহার্য, তা তাঁর কথাতেই স্পষ্ট৷ এক সময় বলা হত, নিজের হাতের তালুর মতোই তৃণমূলকে চেনেন মুকুল৷ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের নিরাপত্তা পেয়েছেন মুকুল-শুভ্রাংশু৷ শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাঁকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা হতে চলেছে বলেই সূত্রের খবর৷ পাশাপাশি শুভ্রাংশুকেও ওয়াই প্লাস ক্যাটাগরি দেওয়ার কথা ভাবা হচ্ছে৷  তাঁদের কাঁচরাপাড়ার ও সল্টলেকের বাড়িতেও নিরাপত্তা দেওয়া হয়েছে৷ মোতায়ের করা হয়েছে রাজ্য পুলিশ৷ অন্যদিকে  রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও৷ তবে মুকুল জানান, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন তিনি৷ 

আরও পড়ুন- মুকুল দা ঘোলা জলের মাছ, তবে এদিক-ওদিক করার তো বয়স আছে, কটাক্ষ বাবুলের

মুকুল ঘরে ফেরার পর সাংবাদিক সম্মেলনে এদিন দলনেত্রী বলেন, ‘‘মুকুল আমাদের পরিবারের পুরনো ছেলে৷ এজেন্সি দিয়ে ওঁকে ভয় দেখিয়ে রাখা হয়েছিল৷ ওঁর উপর কম অত্যাচার হয়নি৷ ও শারীরিক ভাবেও অসুস্থ হয়ে পড়ছিল৷ তৃণমূলে ফেরাতে মুকুল মানসিক শান্তি পেল৷’’ তিনি আরও বলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’৷ ‘মুকুল আগে যে দায়িত্ব সামলাতে এখনও সেই দায়িত্বই সামলাবে৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *