‘রাজ্যপালের যা লেভেল তাতে বাইডেনের কাছে নালিশ জানাতে পারতেন, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

‘রাজ্যপালের যা লেভেল তাতে বাইডেনের কাছে নালিশ জানাতে পারতেন, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

cc48bebc2a705a3a7f0ef641b8223e31

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নালিশ জানাতে বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ তাঁর মুখ থেকে অভিযোগ শোনার পরেই মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি পাঠিয়ে দিল্লি রওনা দেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ রাজ্যপালের দিল্লি সফরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব৷ আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে এবার একহাত নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ 

আরও পড়ুন- উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে অনড় BJP সাংসদ, উত্তাল বঙ্গ রাজনীতি

এদিন জ্যোতিপ্রিয়বাবু বলেন, রাজ্যপালের লেভেল অনেক হাই৷ উনি দিল্লিতে কেন, বিদেশে গিয়ে অভিযোগ জানাতে পারতেন৷ তাঁর কথায়, ‘‘রাজ্যপাল সরাসরি হোয়াইট হাউজে গিয়ে বাইডেন সাহেবের কাছে অভিযোগ জানাতে পারতেন৷ রাজ্যপালের যা লেভেল তাতে উনি দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বমানচিত্রে জায়গা করে নিতে পারতেন৷ ওঁনাকে কি বিজেপি’র সভাপতি করা হয়েছে? উনি এত দায়িত্ব নিচ্ছেন কেন?’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্য ভোট পরবর্তী সন্ত্রাসের কোনও ঘটনা ঘটেনি৷ মিথ্যে কথা বলেই বাংলায় গো হারা হেরেছে৷ বাংলায় যে সন্ত্রাস হয়েছে তা বিজেপি করেছে৷ একটা সন্ত্রাস দেখাতে পারলে সবকিছু ছেড়ে চলে যাব৷ রাজ্যপাল সম্পূর্ণ মিথ্যের উপর দাড়িয়ে আছে৷ উনি পারলে রাষ্ট্রপুঞ্জে গিয়ে নালিশ করুন৷’’  

আরও পড়ুন- গদি বাঁচাতে দুয়ারে ঘুরছেন রাজ্যপাল, ব্যাকডোর দিয়ে ৩৫৬ আনার চক্রান্ত, তীব্র কটাক্ষ কুণালের

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব৷ ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে কোচবিহারে গিয়েছিলেন রাজ্যপাল৷ এবার সরাসরি পৌঁছলেন দিল্লির দরবার৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন তিনি৷ রাজ্যে গণতন্ত্র নেই বলে দাবি করেছেন ধনকড়৷ যদিও তাঁকে একহাত নিয়ে কুাল ঘোষ বলেছেন, নিজের গদি বাঁচাতে দুয়ারে দুয়ারে ঘুরছেন উনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *