পুলিশের মুখে থুতু ছিটিয়ে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

পুলিশের মুখে থুতু ছিটিয়ে মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

ম্যানহাটন: পুলিশের মুখে থুতু ছিটিয়ে আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী৷ তাঁর অভিযোগ, পুলিশ সাধারণ মানুষের উপর হামলা করছিল, সে কারণেই এই কাজ করেছেন তিনি৷  

আরও পড়ুন- মিথ্যের পর মিথ্যে বলছেন ট্রাম্প! বন্ধ করা হল ভাষণের লাইভ টেলিকাস্ট

ওই তরুণীর নাম ডেভিনা সিং বলে জানা গিয়েছে৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সবে মাত্র আদালত থেকে ছাড়া পেয়েছেন৷ গতকাল রাতে বামপন্থী ব়্যাডিক্যাল স্লোগান দিয়ে পুলিশ বিরোধী বিক্ষোভে সামিল হয়েছিলেন তিনি৷ সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটি পুলিশের এক সার্জেন্টের  মুখে থুতু ছেটানোর অভিযোগ রয়েছে৷ কিন্তু কেন এই কাজ করলেন তিনি? তাঁর বক্তব্য, বাইক নিয়ে বারবার বিক্ষোভকারীদের আঘাত করছিল পুলিশ৷ মানুষের উপর হামলা চালানোর পরই তিনি এই কাজ করেন৷ কিন্তু শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই সার্জেন্ট ডেভিনা সিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন৷ তিনিই চিৎকার করে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিতে দিতে এগিয়ে আসেন এবং তাঁর মুখে থুতু ছুড়ে দেন৷

এই জঘন্য ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে নিউ ইয়র্ক পুলিশ ডোপার্টমেন্টও৷ সেই সঙ্গে বলা হয়, ‘‘এই ধরনের জঘন্য অপরাধ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷ যে সকল আন্দোলনকারী এই সব কাজ করবে, তাদের গ্রেফতার করা হবে৷’’ প্রশাসনের কাজে বাধা, আইন লঙ্ঘন এবং হেনস্থার অভিযোগেই ২৪ বছরের ডেভিনাকে গ্রেফতার করা হয়৷ অন্যদিকে কোনও সাক্ষ্য ছাড়াই ওই সার্জেন্টের বিরুদ্ধে তাঁর বাম হাত ভাঙার অভিযোগ তোলেন ডেভিনা৷ 

আরও পড়ুন- পরবর্তী অতিমারির জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্বকে! সতর্কবাণী WHO-র

পুলিশ জানায়, গত সেপ্টেম্বরে ম্যানহাটনে একটি গ্রেফতারির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন এই তরুণী৷ পরের মাসে ব্রুকলিনে একটি বেআইনি সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি৷ গতকাল গ্রেফতার হওয়ার পর ফেসবুক পোস্টে সিং লেখেন, ‘‘আমার পিছনে চারজন পুলিশ অফিসার ছিলেন৷ তাঁরা ক্রমাগত আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন৷ আমার পাশে একটি বাচ্চাকে মারধরও করা হয়৷ মাটিতে ফেলে সেই দৃশ্য দেখতে বাধ্য করা হয়েছিল আমাকে৷’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =