হোয়াইট হাউস হাত ছাড়া হতেই ঘর ভাঙছে ট্রাম্পের? জল্পনা তুঙ্গে

হোয়াইট হাউস হাত ছাড়া হতেই ঘর ভাঙছে ট্রাম্পের? জল্পনা তুঙ্গে

ওয়াশিংটন: ঘর ভাঙার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল৷ রাজ্যপাট সামলাতে নাজেহাল ডোনাল্ড ট্রাম্পের দাম্পত্য জীবনও যে টলমল করছে তা নিয়ে চলছিল কানাঘুষো৷ শনিবার মার্কিন প্রেসিডেন্ট পদে জো বিডেনের আনুষ্ঠানিক জয় ঘোষণার পর নাকি আর ‘ডিভোর্স’-এর জন্য অপেক্ষা করতে পারছেন না প্রাক্তন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প৷ তাঁর স্বামী তথা ৪৫ তম মার্কিন প্রেসিডেন্টকে বিচ্ছেদ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত তিনি৷    

আরও পড়ুন-শুধু কমলা হ্যারিস নয়, জো বিডেনের সঙ্গেও যোগ রয়েছে ভারতের, জানুন বিস্তারিত

ট্রাম্পের প্রাক্তন সহযোগী ওমারোসা নিউম্যানের একটি মন্তব্যের পর থেকেই শুরু হয় জল্পনা৷ ‘ডেইলি মেল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্পকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে শুরু করেছেন মেলানিয়া৷ অপেক্ষার প্রহর গুনছেন তিনি৷ যতক্ষণ না ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে, ততক্ষণ বিচ্ছেদের পথে হাঁটবেন না৷ ট্রাম্প পরাজয় স্বীকার করে হোয়াইট হাউস ছাড়লেই ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানবেন মেলানিয়া৷’’

ডোনাল্ড ট্রাম্পকে কড়া টক্কর দিয়ে মার্কিন প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন৷ পেনসিলভ্যানিয়ার জয়েই বিডেন ছুঁয়ে ফেলেন ২৭০ এর ম্যাজিক ফিগার৷ ৭৪ মিলিয়নেরও বেশি ভোট পান তিনি৷ সেখানে ট্রাম্প পেয়েছেন ৭০ মিলিয়ন ভোট৷ কিন্তু পরাজয় মানতে নারাজ ট্রাম্প৷ তাঁর অভিযোগ ভোটে কারচুপি করেই জয়ী হয়েছেন বিডেন৷ এদিকে গদি হারাতেই ঝড় উঠেছে ট্রাম্পের বিবাহিত জীবনেও৷ তাঁকে ডিভোর্স দিতে মরিয়া তৃতীয় স্ত্রী মেলানিয়া৷ তবে নিজের ছেলের অধিকার কোনও ভাবেই ছাড়বেন না তিনি৷ ছেলে যাতে বাবা ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির অধিকার পান, সে বিষয়ে আইনি আলোচনা চালাচ্ছেন আমেরিকার প্রাক্তন ফাস্ট লেডি৷   

আরও পড়ুন- আমেরিকায় ফের নীল প্রাচীর, কিন্তু কেন হারলেন ট্রাম্প?

ট্রাম্পের প্রাক্তন রাজনৈতিক সহযোগী ওমারোসা  নিউম্যান ‘Unhinged: An Insider’s Account of the Trump White House’ নামে একটি বই লিখেছেন। সেখানেই প্রথম ট্রাম্প দম্পতির ঘর ভাঙার ইঙ্গিত দেন তিনি৷ নিউম্যান লেখেন, ‘‘ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন মেলানিয়া বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলে, আখিরে বিপদে পড়তে হত তাঁকেই। যে কোনও উপায়ে তাঁকে শাস্তি দিতে পারতেন ট্রাম্প৷ আমার মনে হয়, মেলানিয়া সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন৷ ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর পরই তাঁকে ডিভোর্স দেবেন ফাস্ট লেডি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + one =