কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হলফনামা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক৷ প্রসঙ্গত, নারদ মামলায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁকে পুনরায় কলকাতা হাই কোর্টেই আবেদন করার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে আবেদন জানান মুখ্যমন্ত্রী৷ সেই হলফনামা জমা নেওয়া হবে কিনা, চলছে সেই মামলার শুনানি৷ যদি মুখ্যমন্ত্রী, আইন মন্ত্রী ও রাজ্য সরকারের হলফনামা আজ গ্রহণ করা না হলে, মামলা গড়াত সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ আগামী ১৫ই জুলাই হবে মামলার পরবর্তী শুনানি৷
• নারদ মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়কে চ্যালেঞ্জে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্য সরকার।
আজই সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছেন। চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাজ্য৷
• রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক হলফনামা জমা দেওয়ার পর আগামী ১০দিনের মধ্যে CBI এর হলফনামা জমা দেওয়ার নির্দেশ বৃহত্তর বেঞ্চের।
• ৫০০০ হাজার টাকা জরিমানায় হলফনামা গ্রহণ করা হলো। সময়ের মধ্যে হলফনামা জমা না দেওয়ার জন্য এই জরিমান৷
• নারদ মামলায় মুখ্যমন্ত্রী, আইন মন্ত্রী ও রাজ্যের হলফনামা গ্রহণ করা হল৷
• হলফনামা গ্রহন করা নিয়ে যা তীব্র আপত্তি জানায় সিবিআই।
• নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্য সরকারের হলফনামা আজও কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে গ্রহণ করা হবে কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত আজ।
আরও পড়ুন- দেবাঞ্জনের রেশ কাটার আগে ফের পুলিশের জালে ভুয়ো অফিসার, উদ্ধার নীলবাতির গাড়ি
আরও পড়ুন- শুভেন্দুর মামলায় উঠে এল শিশির অধিকারীর নাম, প্রশ্ন কর্তা খোদ বিচারপতি!