শুভেন্দুর মামলায় উঠে এল শিশির অধিকারীর নাম, প্রশ্ন কর্তা খোদ বিচারপতি!

শুভেন্দুর মামলায় উঠে এল শিশির অধিকারীর নাম, প্রশ্ন কর্তা খোদ বিচারপতি!

কলকাতা:  কলকাতা হাইকোর্টে শুভেন্দু মামলায় এবার উঠে এল শিশির অধিকারীর নাম৷ রাজনীতির অলিন্দে তাঁর অবস্থান ঠিক কী, জানতে চাইলেন খোদ বিচারপতি কৌশিক চন্দ৷ প্রসঙ্গত, ২০২০-র ১৯ ডিসেম্বর গেরুয়া ব্রিগেডে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এর পর তাঁর পথে হেঁটে বিজেপিতে যোগদান করেন ভাই সৌমেন্দু অধিকারীও৷ যার জন্য কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকেও সরানো হয় তাঁকে৷ আদালতে এই তথ্যগুলি উঠে আসার পরেই শুভেন্দুর আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘‘তাহলে শিশির অধিকারীর অবস্থান কী? কোন দিকে তিনি?’’

আরও পড়ুন- পরের ভোটে বাংলায় বিজেপি আসবে! আশা দেখতে শুরু করেছে গেরুয়া শিবির

প্রসঙ্গত, কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরি মামসায় এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী৷ এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এক জন৷ ত্রিপল চুরি মামলা চলার সময়েই হাইকোর্টের এজলাসে এহেন রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসায় বেশ শোরগোল বেঁধেছে৷ পরে অবশ্য নিজেই নিজের বক্তব্য থেকে সরে আসেন বিচারপতি৷ অন্য বিষয়ে চলা যান৷ প্রসঙ্গত, ভোটের আগে শিশির অধিকারী একাধিকবার তৃণমূলকে তুলোধোনা করছেন৷ প্রচার করেছেন ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে৷ কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি৷ 

আরও পড়ুন- কোটি টাকার কেলেঙ্কারি, চার্জশিটে রাজীব-আডবানী-সহ ৪২ হেভিওয়েট! কী ছিল হাওয়ালা জৈন মামলা?

এদিকে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেতেই পাল্টা মামলা ঠোকেন শুভেন্দু অধিকারী৷ এদিন মামলায় মুকুল প্রসঙ্গ তুলে আনেন শুভেন্দুর আইনজীবী৷ তিনি বলেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছাড়ে বিজেপি’তে যাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে ২৩-২৪টি এফআইআর করেছিল দল৷ যা ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত৷ একই ভাবে শুভেন্দু অধিকারী দল বদলের পর তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে৷ এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, শুভেন্দু ও সৌমেন্দুর বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগ খাটে না৷ তবে তাঁদের নির্দেশে এই কাজ হয়েছে কিনা, সেটাই বিবেচ্য৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *