BJP সাংসদদের পচা ডিম ছোড়ার নিদান নিয়ে বিতর্কে গৌতম দেব

BJP সাংসদদের পচা ডিম ছোড়ার নিদান নিয়ে বিতর্কে গৌতম দেব

21802a47d23d35b481ba1034ea09eb75

শিলিগুড়ি:  পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে নাজেহাল আম আদমি৷ পেট্রোলের দাম সেঞ্চুরি পাড়৷ জেলায় জেলায় চলছে তৃণমূলের বিক্ষোভ৷ প্রতিবাদে সামিল হয়েছে শিলিগুড়িও৷ এরই মধ্যে এক অদ্ভূত নিদান দিলেন তৃণমূল নেতা গৌতম দেব৷ বিজেপি সাংসদদের পচা ডিম ছোড়ার পরামর্শ দিলেন তিনি৷ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, বিজেপি সাংসদদের দেখলেই পচা ডিম ছুড়ে মারুন৷ তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড়৷  

আরও পড়ুন- জরুরি তলবে আজ রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ, ‘বেসুরো’দের সামলাতে সাংগঠনিক রদবদল?

যে ভাবে প্রতিদিন জ্বালামি তেলের দাম বেড়ে চলেছে তাতে হাফ ধরেছে মধ্যবিত্তের৷ জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় বস্তুর দামও আকাশ ছোঁয়া৷ প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল৷ আজ ও আগামীকাল চলবে এই প্রতিবাদ৷ কোথাও শ্রাদ্ধ করা হচ্ছে বাইকের৷ কোথাও আবার গরুর গাড়ি বা রিক্সা চালিয়ে প্রতিবাদ চলছে৷ এরই মধ্যে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারকে ট্যাক্স বাবদ ১৫ টাকা ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিস্তা সহ সকল বিজেপি সাংসদদের পচা ডিম ছুড়ে মারার কথা বলেন গৌতম দেব৷ 

আরও পড়ুন- বিধানসভায় গুরু দায়িত্ব পেলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি

পাশাপাশি বিজেপি নেতাদের কড়া ভাষায় বেঁধেন তিনি৷ উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বলেন, জন বার্লাকে সংখ্যালঘু সম্প্রদায় প্রতিমন্ত্রী করে বাংলা ভাগের চক্রান্তে প্রশ্রয় দিল বিজেপি৷ তবে বাংলার মানুষ বাংলা ভাগ হতে দেবে না৷ অন্যদিকে, গৌতম দেবের পচা ডিম মন্তব্য প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, গৌতম দেবের মতো একজন প্রবীণ নেতার মুখে এই ধরনের কথা শোভা পায় না৷ আসলে মানুষকে জবাব দেওয়ার মতো ওনার কাছে কিছু নেই৷ তাই ক্ষিপ্ত হয়ে এই ধরনের মন্তব্য করছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *