করোনাকালে বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, রাত পোহালেই কার্যকর নয়া দর

লিটার প্রতি কত টাকা বাড়ল দুধের দাম?

কলকাতা:  করোনাকালে দাম বাড়ছে দুধের৷  আগামীকাল অর্থাৎ ১১ জুলাই থেকে লিটার প্রতি ২ টাকা বাড়তে চলেছে মাদার ডেয়ারি দুধের দাম৷ কলকাতা, উত্তরপ্রদেশ, মুম্বই ও নাগপুরে মাদার ডেয়ারির দাম বাড়তে চলেছে৷ রাত পোহালেই কার্যকর হবে নতুন দাম৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই দাম বেড়েছে আমূল দুধের৷ এবার সেই পথে হাঁটছে মাদার ডেয়ারি৷ 

আরও পড়ুন- সৌমিত্র খাঁ-বাবুল সুপ্রিয়কে শোকজ করল না BJP, সবটাই গুজব বলে ওড়াল দল

২০১৯ সালের ডিসেম্বর মাসে শেষ মাদারডেয়ারির দাম বেড়েছিল৷ মূল্য বৃদ্ধির কারণ হিসাবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুধ প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং লজিস্টিক্সের খরচ ৮ থেকে ১০ শতাংশ বেড়ে গিয়েছে। গত ১ বছর ধরে এই খরচ বাড়লেও দুধের দাম অপরিবর্তিত রেখেই সরবরাহ করা হচ্ছিল। প্রতিটি জিনিসের দাম বাড়ায় চাপে পড়েছে সংস্থাও৷ সে কারণেই দাম বাড়ানো হচ্ছে। উন্নতমানের দুধ সরবরাহ করতে গেলে খরচও বাড়ছে। চাষীদেরও উৎপাদন খরচ বেড়ে গিয়েছে৷

আরও পড়ুন- BJP সাংসদদের পচা ডিম ছোড়ার নিদান নিয়ে বিতর্কে গৌতম দেব

পরিস্থিতি বিচারে দাম বাড়লেও করোনা আবহে আম আদমির পকেটে টান৷ এই অবস্থায় লিটার প্রতি দুধের দাম ২ টাকা বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত মানুষদের সমস্যার মধ্যেই পড়তে হবে৷ কোন দুধের দাম কত পড়বে দেখে নেওয়া যাক৷ টোকেন দুধ ৪৪ টাকা প্রতি লিটার, ফুল ক্রিম দুধ (‌পলিপ্যাক)‌ ৫৭ টাকা লিটার, টোনড দুধ ৪৭ টাকা লিটার, ডবল টোনড দুধ (‌লাইভ লাইট)‌ ৪১ টাকা লিটার এবং গরুর দুধের দাম হচ্ছে ৪৯ টাকা প্রতি লিটার।
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 13 =