সৌমিত্র খাঁ-বাবুল সুপ্রিয়কে শোকজ করল না BJP, সবটাই গুজব বলে ওড়াল দল

সৌমিত্র খাঁ-বাবুল সুপ্রিয়কে শোকজ করল না BJP, সবটাই গুজব বলে ওড়াল দল

কলকাতা:  বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তলবে আজ রাতেই দিল্লি রওনা দিচ্ছেন দিলীপ ঘোষ৷ আগামীকাল নাড্ডার সঙ্গে জরুরি বৈঠকে বসবেন তিনি৷ রাজ্য সভাপতি কলকাতা ছাড়ার আগেই শোনা যায় দলের দুই ‘বেসুরো’ সাংসদ সৌমিত্র খাঁ ও বাবুল সুপ্রিয়কে শোকজ করেছে দল৷  প্রকাশ্যে মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছেিল৷ এমনকী সৌমিত্রকে দলের যুব মোর্চার পদ থেকে সরানো হতে পারে বলেও খবর ছড়ায়৷ কিন্তু শোকজের খবর গুজব বলেই উড়িয়ে দিল দল৷ 

আরও পড়ুন- BJP সাংসদদের পচা ডিম ছোড়ার নিদান নিয়ে বিতর্কে গৌতম দেব

সৌমিত্র খাঁকে যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হলে কাকে এই পদের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছিল৷ এক্ষেত্রে তিনটি নাম নিয়ে চর্চা শুরু হয়৷ তাঁরা হলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং ময়নার বিধায়ক অশোক দিন্দা৷ প্রসঙ্গত, ক’দিন আগে ফেসবুক লাইভে এসে সৌমিত্র বলেছিলেন বিধানসভায় পরাজয়ের দায় তাঁরও৷ সেই দায় কাঁধে নিয়েই যুব মোর্চার পদ থেকে সরে দাঁড়াবেন৷ পাশাপাশি এও বলেন, বিরোধী দলনেতা যে ভাবে কাজ করছেন তাতে যুব মোর্চা চালানো সম্ভব নয়৷ রাতে অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং ইস্তফা দেবেন না বলে জানান৷ উল্লেখ্য, ওই ফেসবুক লাইভে দিলীপ ঘোষকেও নিশানা করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ৷ 

অন্যদিকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই ফেসবুক-টুইটারে একের পর এক মন্ত্যব্য করে চলেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ ইস্তফা দিয়েই প্রকাশ্যে জানান, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে৷ যা নিয়ে পাল্টা কটাক্ষ করেন দিলীপ ঘোষও৷ দলের মধ্যে এই বিশৃঙ্খল পরিস্থিতিতেই দুই সাংসদকে শোকজ লেটার পাঠানোর গুজব ছড়ায়৷  বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও শোকজ করা হয়েছে বলে গুজব ছড়ায়৷ 

আরও পড়ুন- জরুরি তলবে আজ রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ, ‘বেসুরো’দের সামলাতে সাংগঠনিক রদবদল?

আগামীকাল দিল্লিতে নাড্ডার সঙ্গে রাজ্য সভাপতি যে রাজ্যের সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করবেন তা প্রায় নিশ্চিত৷ পাশাপাশি বেসুরো নেতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তাও স্থির করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =