হুন্ডির মাধ্যমে চলত টাকার লেনদেন, বারাসত থেকে ধৃত আরও এক JMB জঙ্গি

হুন্ডির মাধ্যমে চলত টাকার লেনদেন, বারাসত থেকে ধৃত আরও এক JMB জঙ্গি

d570d1fddb9a20e8a49de85bfbe71987

কলকাতা:  হরিদেবপুরের পর এবার বারাসত৷ রাজ্যে ফের গ্রেফতার জেএমবি জঙ্গি৷ বৃহস্পতিবার সকালে বারাসত থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ৷ বারাসতের বাসিন্দা লালু সেন ওরফে রাহুল জেএমবি জঙ্গি৷ নাজিউরের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে তার৷ বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করত এই লালু৷  

আরও পড়ুন- ‘আপাতত’ পদ যাচ্ছে না অধীরের

নাজিউর সহ যে তিনজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তাদের ভুয়ো আই কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড বানিয়েছিল  লালু৷ ধৃতের কাছ থেকে ২টি ল্যাপটপ, ১টি আইপ্যাড ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ বেশ কিছু নথিও পুলিশের হাতে এসেছে৷  যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা৷  এতদিন ধরে যে সকল সূত্র তাঁরা খুঁজছিলেন, এবার তার সন্ধান মিলবে বলেই মনে করা হচ্ছে৷ আজই লালু ওরফে রাহুলকে ব্যাঙ্কশাল আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে৷ 

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলা ভিন রাজ্যে চান শুভেন্দু! সুপ্রিম কোর্টে আর্জি

জানা গিয়েছে, এই লালু সেন বিভিন্ন জায়গায় নিজেকে রাহুল কুমার বলে পরিচয় দিত৷ কোনও জায়গায় আবার রাহুল সেন বলেও উল্লেখ করত৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তৃত তথ্য  জানা যাবে বলেই মনে করছে কলকাতা পুলিশের সন্ত্রাস দমন শাখা৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই তিন জঙ্গিকে খাস কলকাতা থেকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এর পরেই শুরু হয় তাদের লিঙ্কম্যানের খোঁজ৷ এর শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছে পুলিশ৷ জানা গিয়েছে নাজিউরদের টাকা-পয়সার জোগান দিত লালু ওরফে রাহুল৷ পাশাপাশি দিত লজিস্টিক সাপোর্ট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *