ভোটে কারচুপি! বনগাঁ দক্ষিণ কেন্দ্রের নথি, রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ভোটে কারচুপি! বনগাঁ দক্ষিণ কেন্দ্রের নথি, রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের নথি, রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ বনগাঁ দক্ষিণের প্রার্থী আলোরাণী সরকার জয়ী বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করেছিলেন৷ মোট তিনটি অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হয়৷ তাঁর ভিত্তিতেই এই নির্দেশ দেয় আদালত৷ 

আরও পড়ুন- পার্ক হোটেলের ছবি ফিরল হোটেল হিন্দুস্থানে, বিধি ভেঙে পার্টির মাঝেই আচমকা তল্লাশি

মূলত আলোরাণী সরকার তিনটি অভিযোগ তুলেছিলেন৷ প্রথমত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ আনেন তিনি৷ তিনি শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দিয়েছিলেন বলে দাবি৷ এছাড়াও কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে প্রচার চালিয়েছিলেন বলেও অভিযোগ৷ এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের প্রশ্ন, কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে প্রচার চালালেই কি নির্বাচন বাতিব করা যায়? তবে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের সমস্ত নথি ও রেকর্ডিং কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ ওই দিন দুই প্রার্থীকেই আদালতে উপস্থিত থাকার কথা বলে হয়েছে৷ প্রসঙ্গত, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন ৯৭,৮২,৮টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলোরানী সরকার ভোট পেয়েছিলেন ৯৫,৮২,৪টি। 

আরও পড়ুন- কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টের পরিচয়ে গুচ্ছ ছবি পোস্ট, গ্রেফতার তরুণী

তৃণমূলের অভিযোগ, কম মার্জিনে হেরে যাওয়া আসনগুলিতে তৃণমূল হারেনি৷ কৌশলে তৃণমূল প্রার্থীদের হারানো হয়েছে৷ এই সকল কেন্দ্রে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়নি৷ বিভিন্ন জলা থেকে আসা রিপোর্টেও সেই কথা উল্লেখ করা হয়েছে৷ এর পরেই বিভিন্ন কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন৷ উল্লেখ্য, নন্দীগ্রামের ফল নিয়েও হাইকোর্টে মামলা চলছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *