কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষিত হয়েছিলেন মুকুল রায়। তাঁর প্রতিবাদে ৮টি হাউস এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে বিজেপি বিধায়করা পদত্যাগ করেছিলেন। এবার সেই পদে বসলেন শাসক দলের নেতারাই। নজিরবিহীন ঘটনা ঘটল বিধানসভায়। আজ আটটি পদে নতুন চেয়ারম্যানদের নাম ঘোষণা করে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
অধ্যক্ষ ঘোষণা করেছেন যে, লেবার কমিটিতে বিজেপির মনোজ টিগ্গার জায়গায় পদ পেয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিকে, এস্টিমেটস কমিটিতে মিহির গোস্বামীর জায়গায় এসেছেন সুদীপ্ত রায়, কমিটি অন পেপার লয়ে অনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর এসেছেন। সাবঅর্ডিনেট লেজিশলেশনে অশোক কীর্তনীয়ার জায়গায় পান্নালাল হালদার, কমিটি অন পাওয়ারে কৃষ্ণ কল্যানীর বদলে আব্দুল খালেক মোল্লা। কমিটি অন ফিসারিসে নিখিল রঞ্জন দের বদলে রুকবানুর রহমান, পাবলিক ওয়ার্কস কমিটিতে বিষ্ণু প্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত এবং কমিটি অন টেকনোলজিে দীপক বর্মনের জায়গায় অশোক চট্টোপাধ্যায়। ২৬ জুলাই থেকে স্ট্যান্ডিং কমিটিগুলোর মিটিং শুরু হবে। ৩০ জুলাই পর্যন্ত চলবে। মোট ৪১ টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে বিধানসভায়। আজ ৩১ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ভুয়ো সিবিআই আধিকারিকের সঙ্গে কাদের যোগ, খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এদিন এই বিশয় প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তাঁরা আশা করেছিলেন বিরোধী দলের যাদেরকে চেয়ারম্যান করা হয়েছিল তাঁরা আসবেন। কিন্তু তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত থেকেছেন। বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মুকুল রায়ও ছিলেন। স্ট্যান্ডিং কমিটি গুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য অধ্যক্ষ সবাইকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজ্যসভার নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত আছেন। একটা আসন কেন, সব আসনের জন্যই প্রস্তুত আছেন।