ভুয়ো সিবিআই আধিকারিকের সঙ্গে কাদের যোগ, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

ভুয়ো সিবিআই আধিকারিকের সঙ্গে কাদের যোগ, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

 

কলকাতা: ধৃত ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে নিউটাউনে গেল পুলিশ। তার ঘর থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ৷  ভুয়ো সিবিআই-কাণ্ডে মূল অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার দিল্লি থেকে হাওড়ায় আনা হয়। তারপর থেকেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। কোথায় কোথায় সে যেত সেইসব জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিধাননগরের নিউটাউনে শুভদীপ যেখানে ঘর ভাড়া নিয়েছিল, তদন্তকারীরা সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছেন। সেখান থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, সিল সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। 

বৃহস্পতিবার বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার লেকটাউনে তাকে নিয়ে যায় পুলিশ। এখানেই সে ঘর নিয়েছিল। সেখান থেকেই ওইসব নথি বাজেয়াপ্ত করা হয়। তার সঙ্গে কাদের যোগাযোগ ছিল বা কারা এই ঘটনায় যুক্ত  সেই সূত্র ধরেই এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, রবিবার দিল্লি থেকে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার সকালে হাওড়ায় আনা হয়। ওইদিন দুপুরে তাকে তোলা হয় হাওড়া জেলা আদালতে। আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয়। 

ধৃতের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। শুভদীপের প্রাক্তন স্ত্রীও থানায় মামলা করেছেন। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪, ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি), ৪৬৯ (ক্ষতির উদ্দেশ্যে জালিয়াতি), ৪৭০ (জাল নথি বা বৈদ্যুতিক রেকর্ড) , ৪১৬ (ব্যক্তিত্ব দ্বারা প্রতারণা করা) সহ ৪১৮, ৪১৯, ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, শুভদীপের চক্রের সঙ্গে কে বা কারা জড়িত, তা জানা প্রয়োজন৷ তাই দফায় দফায় তাকে সঙ্গে নিয়েই বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =