নজরে ’২৪! ফ্রন্ট ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন-চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি মমতার

নজরে ’২৪! ফ্রন্ট ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন-চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি মমতার

কলকাতা:  দিল্লির মসনদকে নজরে রেখে আরও একবার বিজেপি’র দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, লোকসভা ভোটের আর মাত্র আড়াই বছর বাকি৷ তার আগে ফ্রন্টকে আরও মজবুত করতে হবে৷ এমনকী তিনি বলেন, ২০২৪ সালে ফ্রন্ট ক্ষমতায় এলে দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ নিখরচায় রেশন পাবে দেশের মানুষ৷ 

আরও পড়ুন- ‘নির্বাচন থেকে অনেক শিক্ষা পেয়েছি’, নাম না করে ‘গদ্দার’ শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার

সেই সঙ্গে তাঁর বার্তা উন্নততর বাংলার পাশাপাশি উন্নততর তৃণমূল গড়ে তুলতে হবে৷ শহিদ মঞ্চ থেকে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের ভাবমূর্তি উজ্জ্বল হলেই দল শক্তিশালী হবে৷ তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি উজ্জ্বল হলেই উন্নততর দেশ তৈরির জন্য আমাদের আওয়াজকে পৌঁছে দিতে পারব৷ মুখ্যমন্ত্রীর বার্তা, ‘শ্রমিক বা অন্যান্যকে গুরুত্ব না দিয়ে বিজেপি শুধু দলকে গুরুত্ব দেয়। জনগণের জন্য কাজ করলেই, আপনারা তাঁকে বাধা দেন। আমাদের ফ্রন্ট ক্ষমতায় এলে দেশজুড়ে বিনামূল্যে রেশন- ও চিকিৎসা দেওয়া হবে।’ এদিন তাঁর ভাষণে ছিল ফ্রন্ট গঠনের বার্তা৷ তিনি বলেন, এখন থেকেই জোট বেঁধে আলো দেখাতে হবে। ফলে ২০২৪-ই যে তৃণমূলের পাখির চোখ, সে বার্তা স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =