‘পাকা চুল’ ছেঁটে পলিটব্যুরোতে তারুণ্যের জোয়ার! বাদের খাতায় বিমান-হান্নানরা?

‘পাকা চুল’ ছেঁটে পলিটব্যুরোতে তারুণ্যের জোয়ার! বাদের খাতায় বিমান-হান্নানরা?

4fca9a7c646833f2374f3a533f9d1154

কলকাতা: সিপিএম-এর পলিটব্যুরো নিয়ে দীর্ঘদিন ধরেই একটা ধারণা প্রচলিত রয়েছে৷ মনে করা হয় পলিটব্যুরো মানেই ‘পাকা চুল’৷ কিন্তু এবার বদলে যেতে চলেছে পলিটব্যুরোর খোলনোলচে৷ বুড়ো নয়, বরং পলিটব্যুরোয় আসতে চলেছে তারুণ্যের জোয়ার৷ দলীয় কমিটি থেকে ৭৫ ঊর্ধ্বদের ছাঁটতে চলেছে সিপিএম৷ এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় কমিটি৷ ফলে কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরো থেকে বাদ পড়তে চলেছে বিমান বসু, হান্নান মোল্লারা৷ 

আরও পড়ুন- রবীন্দ্রনাথের মূর্তির মাথার জুতোর বিজ্ঞাপন! বিতর্ক দুর্গাপুরে

করোনা আবহে ভার্চুয়ালি বসেছিল কেন্দ্রীয় কমিটির বৈঠক৷ রবিবারই তিনদিনের বৈঠকে ইতি পড়ে৷ বৈঠকের যে সাংরাংশ, তাতে সংগঠনকে আরও মজবুত করতে দায়িত্ব তুলে দেওয়া হবে নবীনদের কাঁধে৷ বাদ পড়বেন বয়সের ভারে ন্যূব্জ নেতারা৷ আগামী বছর কেরলের কান্নুরে যে পার্টি কংগ্রেস হবে তাতে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। যদিও তরুণের হাতে কাস্তে হাতুড়ি তুলে দেওয়ার এই চিন্তা ভাবনা একেবারেই নতুন নয়৷ এক আগেও এই বিষয়টি উঠে এসেছে দলের অন্দরে৷  সূর্যকান্ত মিশ্র নিজে এই পরামর্শ দিয়েছিলেন৷ পাশাপাশি তিনি এটাও বলেছিলেন, ৭৫ বছরের নীচেও যে সকল নেতাদের শারীরিক অবস্থা ভালো নয়, তাঁদেও উচিত স্বেচ্ছায় কমিটি ত্যাগ করা৷ তবে এই পরমার্শ তখন মেনে নিতে পারেননি দলের ২২ তম কংগ্রেস৷

আরও পড়ুন- মমতার সুর অধীরের গলায়, ভ্যাকসিন নিয়ে মোদীকে চিঠি

কিন্তু রাজনীতির পালা বদলে পাল্টে গিয়েছে পরিস্থিতি৷ কেরল ছাড়া সব রাজ্যে বামেদের অবস্থান শূন্য৷ এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে৷ তাই সময়ের সঙ্গে এগিয়ে চলার লড়াইয়ে প্রয়োজন তারুণ্যে তেজ৷ নতুন মুখ তুলে না আনলে সংগঠনকে চাঙ্গা করা যাবে না৷ তাই এই সাহসী পদক্ষেপ নিতে চলেছে সিপিএম৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *