ভিডিয়ো কলের সময় স্ক্রিনশট তুলে অশ্লীল ছবি জুড়ে প্রতারণা, শহরে নয়া প্রতারণাচক্র

ভিডিয়ো কলের সময় স্ক্রিনশট তুলে অশ্লীল ছবি জুড়ে প্রতারণা, শহরে নয়া প্রতারণাচক্র

কলকাতা:  ভিডিয়ো কলের সময় তুলে নেওয়া হচ্ছে স্ক্রিনশট৷ তার পর সেই ছবির সঙ্গে অশ্লীল ছবি জুড়ে চলছে ব্ল্যাকমেল৷  নয়া প্রতারণা চক্রের ফাঁদ শহর কলকাতায়৷ এর নেপথ্যে রয়েছে রাজস্থানের প্রতারক দল৷ যাদের অন্যতম নিশানায় রয়েছেন চিকিৎসকরা৷ প্রতারণা চক্রের ফাঁদে কলকাতার বেসরকারি হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক৷ 

আরও পড়ুন- মৃত্যুশূন্য কলকাতা, সার্বিকভাবে নিয়ন্ত্রণে বাংলার করোনা গ্রাফ

টেলিমেডিসিনের মারফত এই প্রতারণা চক্রে ফেলা হচ্ছে একের পর এক চিকিৎসককে৷ ইতিমধ্যে বাইপাসের ধারে একটি নামজাদা হাসপাতালের প্রবীণ চিকিৎসককে টেলিমেডিসিনের ছলে ফোন করা হয়েছিল৷ সেই সময়েই স্ক্রিনশট তুলে তাঁর ছবিতে কারিকুরি করে অশ্লীল ছবি জুড়ে শুরু হয় ব্ল্যাকমেল৷ জানা গিয়েছে, ১৭ জুন টেলিমেডিসিনে রোগী দেখেন ওই চিকিৎসক৷ এর ঠিক ২ দিন পর তাঁর কাছে কিছু ছবি আসে৷ অভিযোগ, সেখানে চিকিৎসকের ছবির সঙ্গে জোড়া হয়েছিল কিছু অশ্লীল ছবি৷ সেই ছবির সঙ্গে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাঠানো হয়৷ ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা দাবি করা হয় ওই চিকিৎসকের কাছে৷ টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করার হুমকিও দেয় প্রতারক৷ এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই চিকিৎসক৷ 

তাঁর অভিযোগের ভিত্তিতেই ফোন নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে রাজস্থানের আলোয়াড় থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করে সাইবার সেল৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ফোন, সিম কার্ড, এটিএম কার্ড ও ল্যাপটপ৷ ল্যাপটপে কলকাতা ও দিল্লির প্রায় ৪ হাজার বাসিন্দার কল ডিটেইলস রয়েছে৷ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ই-ওয়ালেটের ডিটেইলস৷ উল্লেখযোগ্য বিষয় হল বেশিরভাগ নম্বরই চিকিৎসকদের৷ 

আরও পড়ুন- বিজেপির মশাল মিছিলকে কেন্দ্র করে তপ্ত সেন্ট্রাল অ্যাভিনিউ

সাইবার বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল সাইটে নানা প্রোফাইলের ব্যক্তির উপর নজরদারি চালানো হয়৷ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে চ্যাট করে টার্গেট ঠিক করা হয়৷ চিকিৎসকদের ক্ষেত্র টিলিমেডিসিনের পথ ধরে ফাঁদা হয় প্রচারণার জাল৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =