আরও বাড়ল দৈনিক মেট্রোর সংখ্যা, রবিবার বন্ধই থাকছে পরিষেবা

আরও বাড়ল দৈনিক মেট্রোর সংখ্যা, রবিবার বন্ধই থাকছে পরিষেবা

কলকাতা: অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে সব ধরনের কোভিড বিধি মেনে মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী শুক্রবার থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঐদিন থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে দিনে ২২০ টির পরিবর্তে ২২৮টি করে ট্রেন চালানো হবে বলে আজ মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে দুই দিকেই পাঁচ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। শনিবার একমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচয় পত্র দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। রবিবার মেট্রো বন্ধই থাকছে।

রাজ্য সরকার করোনা বিধি নিষেধ ইতিমধ্যেই ১৫ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অনেক পরিষেবায় ছাড় দেওয়া হলেও ট্রেন পরিষেবা বন্ধই রয়েছে। কিন্তু মেট্রো চালু হয়েছে অনেকদিনই। তবে পুরোটাই চলছে কোভিড নিয়ম মেনে। সম্প্রতি আবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ স্মার্ট কার্ডের পাশাপাশি বিভিন্ন স্টেশনে QR Code স্ক্যান করে প্লাটফর্মে যাত্রীদের যাতায়াত করানোর সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য প্রতিটি স্টেশনের জন্য পৃথক QR Code নির্দিষ্ট করা হয়েছে। যাত্রীরা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে টিকিট কেটে সংশ্লিষ্ট স্টেশনের QR Code স্ক্যান করে স্বয়ংক্রিয় গেটের সামনে ধরলে তা খুলে যাবে। পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে ইতিমধ্যেই এই প্রযুক্তি প্রতিস্থাপন করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

টোকেন পুরোপুরি উঠে যাওয়ার উপক্রম হবে। করোনা সংক্রমণের দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই অনেক কম ব্যবহার হয় টোকেন। অধিকাংশ মানুষ স্মার্ট কার্ড ব্যবহার করেন। এবার যদি স্মার্ট কার্ডের পাশাপাশি QR CODE চলে আসে, তাহলে অবশ্য ভাবে যাত্রীদের একাংশ সমস্যায় পড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষত বয়স্ক মানুষদের সমস্যা হবে কারণ তারা খুব একটা বেশি স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন না। তবে এই নতুন নিয়ম কবে থেকে চালু হবে তা সম্পর্কে এখনও স্পষ্ট করেনি মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eighteen =