কলকাতা: লোকাল ট্রেন কি চালু হচ্ছে এবার? এই প্রশ্ন এখন প্রতিটি রাজ্যবাসীর মনে। তবে আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জানালেন তাতে নিরাশ হতে হবে নিত্য যাত্রীদের, কারণ এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। কবে চালু হতে পারে, তার অবশ্য একটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে তাই জন্য আরও কয়েক দিন কষ্ট করতে হবে সবাইকে। কারণ সবার কাছে নিজের জীবন আগে, তাই কোনভাবেই অসতর্ক হলেই চলবে না। টিকা যদি গ্রামের সবাইকে না দিতে পারা যায় তাহলে সংক্রমণ বাড়বে। মানুষের জীবন আগে, বলেন তিনি। এর পাশাপাশি জানান, যদি কলকাতার আশেপাশের জেলাগুলোর টিকা ৫০ শতাংশের বেশি করে দেওয়া হতে পারে, তাহলে এইসব এলাকার জন্য ট্রেন পরিষেবা চালু করে দেওয়া যাবে। কিন্তু আপাতত আরও ১৫ দিন, ৩০ আগষ্ট পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকছে বলেই জানান মমতা। তাঁর কথায়, শহর এলাকায় ৭৫ শতাংশ মানুষের অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে সেটা হয়নি।
আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান
এদিকে তিনি এও জানান, কিছু কিছু সংবাদমাধ্যম বলছে যে রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে গিয়েছে, সেটা একেবারেই সঠিক তথ্য নয়। করোনাভাইরাস পরিস্থিতি রাজ্যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং দৈনিক আক্রান্তের সংখ্যা মোটামুটি ৬০০ থেকে ৮০০ ঘোরাফেরা করছে বলে দাবি করেন মমতা। সেই প্রেক্ষিতেই তিনি বিধি-নিষেধ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে নাইট কার্ফু কিছুটা হলেও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নতুন নিয়ম অনুযায়ী রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এদিকে, অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে সব ধরনের কোভিড বিধি মেনে মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী শুক্রবার থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঐদিন থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে দিনে ২২০ টির পরিবর্তে ২২৮টি করে ট্রেন চালানো হবে। শনিবার একমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচয় পত্র দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। রবিবার মেট্রো বন্ধই থাকছে।