কোভিড বীমা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!

কোভিড বীমা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!

66316c83b2e95799351969a616c04dd2

কলকাতা: রাজ্য সরকার এখন থেকে পরিবারের একজনকেই কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে মারা গেলে কেবলমাত্র একজনই তার ক্ষতিপূরণ পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্যে এই বীমা ঘোষণা করার পরে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।   

২০২০ সালের মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার সুবিধা দিয়ে আসছে। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীর মতো যাঁরা কোভিড মোকাবিলায় সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁদের ও তাঁদের পরিবারকে সুরক্ষিত করতে ১০ লক্ষ টাকার বীমা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড অতিমারীতে লড়াই করতে গিয়ে কেউ মারা গেলে তাঁর পরিবার ১০ লক্ষ টাকা পাবে। কোভিডে আক্রান্ত হলে ১ লক্ষ টাকা পাবে। ২০২০ সালের নভেম্বর মাসে বিমার মেয়াদ সরকারিভাবে শেষ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন- ‘এটা BJP-র রাজনৈতিক জয় নয়, বিচার ব্যবস্থার জয়’, হাই কোর্টের রায়কে স্বাগত গেরুয়া শিবিরের

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৪৬ জন, আক্রান্তদের মধ্যে ৮৮ জন উত্তর ২৪ পরগনার। সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ৮৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৩২৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করেছেন ৬৬০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ১২ হাজার ২১৮ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *